প্রচুর রান খরচ করেও IPL 2022-এ গতির নতুন রেকর্ড স্থাপন উমরান মালিকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলটা মিশ্র রূপে কাটছে উমরান মালিকের। কখনও গতির কারণে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন। দুরন্ত বোলিং করছেন। একাধিক উইকেট তুলছেন। আবার কখনও বলের লাইন লেংথের ওপর কন্ট্রোল হারাচ্ছেন। বেদম মার খাচ্ছেন। তার মধ্যেই আজ একটি রেকর্ড গড়লেন তিনি।

আইপিএল ২০২২-এর সবথেকে দ্রুততম বলটি করার রেকর্ড ছিল তারই। এর আগে গুজরাটের বিরুদ্ধে ১৫৪ কিমি গতিতে বল করে চলতি আইপিএলের সবচেয়ে দ্রুততম বলটি করেছিলেন তিনি কিউয়ি পেসার লকি ফার্গুসনকে টপকে। আজ নিজেই প্রথমে নিজের রেকর্ড ভেঙে ১৫৫ কিমি গতিতে বল করেন উমরান। তারপর ম্যাচের ফাইনাল ওভারের চতুর্থ বলটি ১৫৭ কিমি প্রতি ঘন্টা গতিতে করে নতুন রেকর্ড তৈরি করেন উমরান। যদিও তাতে সানরাইজার্সের খুব বেশি লাভ হয়নি। কারণ দিল্লি ইনিংসের শেষ ওভারে তিনি মোট ১৯ রান দিয়েছেন।

গত দুই ম্যাচ ধরেই প্রচুর রান খরচ করছেন উমরান। কিন্তু এর আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন উমরান, যা আইপিএল ২০২২-এ কোনও বোলারের শ্রেষ্ঠ বোলিং ফিগার। এছাড়াও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ রানে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।

আজ পৃথ্বী শ-এর বদলে মনদীপ সিং-কে দিয়ে ওপেন করায় দিল্লি। কিন্তু তিনি খাতা না খুলেই ফিরে যান। এরপর নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ (১০) এবং পন্থ (২৬) তাকে বেশিক্ষণ সঙ্গ না দিতে পারলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রোভম্যান পাওয়েলের সাথে মিলে ধ্বংসলীলা চালান তিনি। দিল্লিকে পৌঁছে দেন ২০২ রানের স্কোরে। ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার। ৩৫ বলে ৬৭ রান করেন পাওয়েল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর