বাংলা হান্ট ডেস্কঃ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লীর সড়ক আর লাল কেল্লায় কৃষকদের উপদ্রবের মধ্যে কৃষক নেতা রাকেশ টিকাইতের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে টিকাইতকে কৃষকদের লাঠি-ডান্ডা সঙ্গে রাখার নিদান দিতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি টিকাইত বলছে যে, কৃষকদের থেকে তাঁদের জমি কেড়ে নেওয়া হবে। রাকেশ টিকাইত ভিডিওতে বলছেন, সরকার আমাদের কথা শুনছে না। চলে এসো সবাই, আমাদের জমি কেড়ে নিচ্ছে।
জানিয়ে রাখি, একদিকে কিছু নেতা দিল্লীতে হওয়া এই উপদ্রব নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, আরেকদিকে কিছু নেতা বলছেন এই উপদ্রবের সাথে তাঁদের কোনও সম্পর্ক নেই। এইসবের মধ্যে কৃষক নেতা রাকেশ টিকাইত একটি ট্যুইটও করেন, যেটি সবাইকে অবাক করে দেয়। রাকেশ টিকাইত কৃষকদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন। তিনি গোটা আন্দোলনকে শান্তিপূর্ণ আর সফল ট্রাক্টর প্যারেড বলেন। এর সাথে সাথে তিনি সরকারকে পরামর্শও দেন।
টিকাইত নিজের ট্যুইটে লেখেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন আর ট্রাক্টর প্যারেডের জন্য কৃষকদের শুভেচ্ছা। কৃষকদের মধ্যে ক্ষোভ অনেক গভীর। এরপরেও তাঁরা ধৈর্য-এর সাথে আন্দোলন করেছে। কৃষকদের ক্ষোভকে সরকারের বোঝা উচিৎ। সরকারের উচিৎ নিজেদের সিদ্ধান্ত বদল করে কৃষকদের দাবি মানা।”
জানিয়ে রাখি, মঙ্গলবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অবসরে আন্দোলনরত কৃষকরা দিল্লীতে ট্রাক্টর র্যালি করে। এই র্যালিতে লাল কেল্লা সমেত বেশ কয়েক জায়গায় হিংসা আর উপদ্রবের ছবি সামনে আসে। পরিস্থিতি বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজের আবাসে আধিকারিকদের সাথে বৈঠক করেন। আরেকদিকে দিল্লী সমেত হরিয়ানার কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।