বড় খবর! ১ ফেব্রুয়ারি থেকেই UPI পেমেন্টের নিয়মে বিরাট বদল! এখনই নিন জেনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আধুনিক ভারতের লেনদেনের সংজ্ঞা পাল্টে দিয়েছে UPI (Unified Payments Interface)। পাড়ার মুদিখানা থেকে অনলাইন কেনাকাটা, UPI ব্যবহার করে পেমেন্ট করা এখন জলের মতো সহজ। লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি UPI পেমেন্টের পর গ্রাহকের কাছে আসে একটি নোটিফিকেশন।

UPI (Unified Payments Interface) নিয়মে আসছে বদল

সেই নোটিফিকেশনে গ্রাহকের কাছে পাঠানো হয় একটি বিশেষ নম্বর। তবে আগামী ১ লা ফেব্রুয়ারি থেকেই UPI পেমেন্টের ক্ষেত্রে আসছে বড় বদল। আগামী মাস থেকে UPI পেমেন্টের পর এই ধরনের নোটিফিকেশন আর পাবেন না গ্রাহকরা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, এতদিনের ব্যবস্থার পরিবর্তন করা হল।

আরোও পড়ুন : তৈরি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম! কেন্দ্রের সাহায্য নিয়ে মোদীকেই টেক্কা দেবে এই রাজ্য

মূলত প্রযুক্তিগতভাবে বিষয়টি পরিষ্কার করার জন্যই এমন উদ্যোগ। বর্তমানে প্রতিদিন কোটি কোটি গ্রাহক লেনদেনের মাধ্যম হিসাবে বেছে নেন ইউপিআই সিস্টেম। স্মার্টফোনের (Smartphone) মাধ্যমে QR কোড স্ক্যান করে বা মোবাইল নম্বর প্রদান করে টাকা ট্রান্সফার (Money Transfer) করা সম্ভব নিমেষেই।

আরোও পড়ুন : একলাফে এগোলো সিরিয়ালের গল্প, ছোটপর্দায় ফিরছেন খ্যাতনামা নায়িকা! বিরাট চমক দিল স্টারের মেগা

একটি হিসাব বলছে, গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দেশে ১৬.৭৩ বিলিয়ন মানুষ UPI ব্যবহার করে পেমেন্ট করেছেন। তাই গ্রাহকদের সুরক্ষার বিষয়টি নিয়ে নিশ্চিত হতে চাইছে সরকার। ২০২৪ সালের নভেম্বর মাসে যেখানে ২১.৫৫ লক্ষ কোটি টাকার UPI লেনদেন হয়েছে, সেখানে ডিসেম্বর মাসে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩.২৫ লক্ষ কোটি টাকায়।

Unified Payments Interface rules February

প্রতি নিয়ত UPI ব্যবহার বাড়ছে দেশ জুড়ে। সাইবার অপরাধীদের কাছে তাই এখন সফ্ট টার্গেট হয়ে উঠেছেন UPI গ্রাহকরা। লেনদেন সংক্রান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই আগামী মাস থেকে নোটিফিকেশন প্রেরণ বন্ধ করতে চাইছে এনপিসিআই। UPI গ্রাহকরা যাতে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হন সেই বিষয়ে বার্তা প্রেরণ করেছে কেন্দ্রীয় সরকার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X