বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন কোটি কোটি সাধারণ মানুষ লেনদেনের জন্য ব্যবহার করছেন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI (Unified Payments Interface)। তবে এবার ইউপিআই নিয়ে বড় খবর দিল দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি । জানা যাচ্ছে, এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা তিন ঘন্টার জন্য ইউপিআই ব্যবহার করতে পারবেন না।
UPI (Unified Payments Interface) নিয়ে বড় আপডেট
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা ইউপিআই (Unified Payments Interface) মাধ্যম ব্যবহার করে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন না কিছু সময়ের জন্য। এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) সূত্রে খবর, আগামী ৮ই ফেব্রুয়ারি সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা।
আরোও পড়ুন : চমকের পর চমক! দু বছরের জনপ্রিয় মেগার নায়ক ফিরছেন জলসার নতুন সিরিয়ালে
৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাত ৩টে পর্যন্ত এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ইউপিআই ব্যবহার করতে পারবেন না। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি, নির্দিষ্ট এই সময়ে Rupay ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই লেনদেনও বন্ধ থাকবে। এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরো উন্নত করার লক্ষ্যে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
আরোও পড়ুন : হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরাচ্ছে আমেরিকা! সামনে এল শিউরে ওঠার মতো ভিডিও, উঠছে নিন্দার ঝড়
সেই কারণে ৮ই ফেব্রুয়ারি ব্যাঙ্ক গ্রাহকদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হবে। সমস্যা এড়াতে গ্রাহকদের আগেভাগে কাজ সেরে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। এইচডিএফসি গ্রাহকরা ৮ই ফেব্রুয়ারি তিন ঘন্টার জন্য ইউপিআই ব্যবহার করতে না পারলেও, এটিএমের মাধ্যমে ক্যাশ লেনদেন করতে পারবেন। প্রসঙ্গত, ভারতে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইউপিআই লেনদেনের।
ইতিমধ্যেই ভারতের ইউপিআই মডেল বাস্তবায়িত করতে শুরু করেছে বিশ্বের একাধিক দেশও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, ভারতের ডিজিটাল লেনদেনের এক-তৃতীয়াংশের বেশি সম্ভব হচ্ছে ইউপিআই মাধ্যম ব্যবহার করে। ডিজিটাল পেমেন্টে যেখানে ২০১৯ সালে ইউপিআই-এর পরিমাণ ছিল ৩৪ শতাংশ, সেখানে বর্তমানে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৩ শতাংশ।