বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের কোলহাপুরে বিজয় সংকল্প র্যালির মঞ্চ থেকে অভিন্ন দেওয়ানী বিধি নিয়ে আরও একবার জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি পরিষ্কার জানান, ধর্মের ভিত্তিতে দেশে কোন আইন থাকুক, বিজেপি সম্পূর্ণভাবে এর পরিপন্থী। ১৯৫০ সালে জনসংঘের প্রতিষ্ঠার সময় থেকেই বিজেপির প্রধান এজেন্ডা ছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা। কিন্তু বেশ কিছু রাজ্য এবং বিরোধী দলের আপত্তির ফলে আটকে আছে এই আইনটি। তবে খুব তাড়াতাড়ি দেশের তিনটি রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি লাগু হবে বলে আশা প্রকাশ করেন শাহ। তিনি আরো বলেন এই তিনটে রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি লাঘু হলে সাধারণ মানুষ এর সুফল খুব তাড়াতাড়িই বুঝতে পারবেন।
যে ব্যক্তিরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতেন, তারাই চেয়েছিলেন যে সবার জন্য যাতে আইন সমান হয়। শাহ বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস এটিকে (অভিন্ন দেওয়ানি বিধি) ১৯৬৮ সালের পর থেকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল।’ প্রসঙ্গত, একাধিক বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতীয় স্তরে তা এখনও হয়নি।
অমিত শাহ বলেন, ‘জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দিইনি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং নরেন্দ্র মোদী সেই মন্দিরের ভূমিপূজন করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে আপনারা গৌরবময় সেই মন্দিরটিও দেখতে পাবেন। আমরা তিন তালাক বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা করেছি। আমরা ৩৭০ ধারা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম এবং মোদীজি ২০১৯ ৫ অগস্ট সেই আইন বাতিল করে দিয়েছিলেন। এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও নির্বাচন ছিল না।’
গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির দীর্ঘদিনের ঘোষিত অ্যাজেন্ডা। চব্বিশের ভোট এগিয়ে আসছে, তাই ফের সেই পুরনো অস্ত্রেই শান দিতে শুরু করে দিল গেরুয়া শিবির। দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ এদিন ফের দেওয়ানি বিধি নিয়ে মুখ খুলেছেন। রাজনৈতিক মহল জানে ভোট আসলেই অভিন্ন দেওয়ানি বিধি থেকে রামমন্দির সহ নানা ইস্যু নিয়ে নেমে পড়ে বিজেপি। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বিজেপি তার উগ্র হিন্দুত্ববাদী ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়।
তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম প্রতিশ্রুতি। বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে না। ইতিমধ্যে বিজেপি শাসিত তিন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু চালু করার জন্য ইতিমধ্যেই একটি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি আলোচনা শুরু করেছে। অমিত শাহর এই মন্তব্যে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে পারে এমন জল্পনা ফের বেড়েছে। লোকসভা ভোটের আগে মেরুকরণের সুযোগকে কাজে লাগাতে বিজেপি এই প্রচার আরও বাড়াবে বলে মত রাজনৈতিক মহলের।পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এদিন দাবি করেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতির অসাধারণ উন্নতি হয়েছে। কারও ব্যক্তিগত চেষ্টায় নয়, কেন্দ্রীয় সরকারের চেষ্টাতেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। ইদানীং কাশ্মীরে জঙ্গি ক্রিয়াকলাপ বাড়ার দাবিও উড়িয়ে দেন শাহ।