শেষদিন ১৪ জুন! তারপরেই বাতিল পুরনো আধার! সত্যিই কী তাই? ভালো করে দেখে নিন নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল যেকোনো খবর খুব দ্রুত ভাইরাল হয়। সম্প্রতি অনেকেই ইনস্টাগ্রাম বা ইউটিউবের মারফত জেনেছেন যে ১৪ই জুনের পর পুরনো আধার কার্ড (Aadhaar Card) বাতিল হয়ে যাবে। তবে এই খবর আদৌ কতটা সত্য সেটা জানেন কি? সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ১৪ই জুন পুরনো আধার কার্ড আপডেট করার শেষ তারিখ।

গত দশ বছরের পুরনো যে আধার কার্ড আপডেট করা হয়নি সেগুলি বাতিল হয়ে যাবে। ১৪ই জুনের পর আর আধার কার্ড আপডেট করার উপায় থাকবে না বলেও দাবি করা হয়েছে একাধিক ভিডিওতে। আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) (Unique Identification Authority of India) বলছে, গত দশ বছর পুরনো আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার শেষ দিন ১৪ই জুন।

আরোও পড়ুন : জামনগরে তো হলই! এবার এইখানে আসর বসবে অনন্ত-রাধিকার ‘সেকেন্ড’ প্রি-ওয়েডিংয়ের, ডেট দেখুন

বলে রাখা ভালো পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার কথা কোথাও বলা হয়নি। তবে আপনার আধার কার্ড যদি ১০ বছরের বেশি পুরনো হয় তাহলে সেটি যত শীঘ্র সম্ভব আপডেট করতে হবে। যদি আপনার আধার কার্ড  ১০ বছরের বেশি পুরনো হয়ে থাকে তাহলে সেটি প্রয়োজনীয় নথির দ্বারা আপডেট করতে হবে। UIDAI বলছে, বিনামূল্যে আধার আপডেট করার শেষ দিন আগামী ১৪ ই জুন।

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

তবে এরপর থেকে আধার আপডেট করতে হলে হয়ত লাগতে পারে টাকা। কিন্তু ১৪ ই জুনের পর আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার খবর সত্যি নয়। আধার কার্ড আপডেট করতে যে নথিগুলি ব্যবহার করা যাবে সেগুলি হল- ঠিকানা প্রমাণের জন্য পরিচয়পত্র, যেমন ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি। রয়েছে বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর