এবার কোমর ভাঙবে খালিস্তানিদের! ভারত সফরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী করলেন এই বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তানি উগ্রবাদ (Khalistani Extremists) দমনে ভারতের (India) আবেদনে বড় পদক্ষেপ নিল ব্রিটেন (Britain)। যুক্তরাজ্যের সরকার খালিস্তানপন্থী মৌলবাদীদের মোকাবেলা করার জন্য একটি নতুন তহবিল ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে, ভারত ও ব্রিটেন ইতিমধ্যেই উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠনের উদ্দেশ্যে কাজ করছে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ তথ্য জানিয়েছে।

ভারতে ব্রিটিশ হাইকমিশনার জানায়, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী তুগেনহাটের মধ্যে একটি বৈঠক হয়। এদিন তুগেনহাট নতুন অর্থায়ন ঘোষণা করেন। নতুন আর্থিক ব্যবস্থা খালিস্তানপন্থী চরমপন্থা মোকাবেলায় ব্রিটেনের সক্ষমতা বাড়াবে।

ব্রিটিশ সরকার সূত্রে খবর, ৯৫ হাজার পাউন্ড বা প্রায় এক কোটি টাকা বিনিয়োগ যুক্তরাজ্য সরকারের খালিস্তানপন্থী চরমপন্থার মোকাবিলা করতে সাহায্য করবে। ব্রিটিশ হাইকমিশনার বলেন ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে একটি যৌথ র‌্যাডিক্যালাইজেশন টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।

khalistan 2

তিন দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী তুগেনহাট। ভারত একাধিকবার ব্রিটেনের সামনে খালিস্তান চরমপন্থার ইস্যু তুলে ধরে। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক বছরগুলিতে ব্রিটেনে খালিস্তানি মৌলবাদ প্রকট আকার ধারণ করে। ব্রিটেনে খালিস্তান উগ্রপন্থীদের তৎপরতা বাড়ছে বলে যথেষ্ট উদ্বিগ্ন ভারত।

ভারতের এই উদ্বেগের মধ্যেই, যুক্তরাজ্যের সরকার অর্থায়নের কথা ঘোষণা করেছে। তুগেনহাট বলেন ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসাবে, আমাদের বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ স্থান করে তোলার জন্য অনেকগুলি সুযোগ রয়েছে।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং উভয় দেশই নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে আরও ভালোভাবে। আমরা চরমপন্থার বিরুদ্ধে আমাদের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর