বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তে বেশ ভালো ফল করছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। তবে ধারাবাহিকের এই পরাগ চরিত্রটিকে ভক্তদের একেবারেই সহ্য হচ্ছেনা। আর পরাগের (Parag) উপর হওয়া রাগ গিয়ে পড়ছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়ের (Drone Mukherjee) উপর। কারণ তিনিই এই চরিত্রটিতে অভিনয় করছেন। এহেন দ্রোণ বাস্তব জীবনে ঠিক কেমন?
উল্লেখ্য, দ্রোণ মূলত বোলপুরের ছেলে। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। পরিবারে রয়েছে বাবা, মা, বউ ও এক মেয়ে। সূত্রের খবর, দ্রোণের বাবাও একজন অভিনেতা। তিনি মূলত থিয়েটারের সঙ্গে যুক্ত। অন্যদিকে মা হচ্ছেন গানের জগতের মানুষ। তিনি যেখানে গান শেখাতে যেতেন সেখানেই গান শিখতে আসতেন দ্রোণের স্ত্রী। এরপরেই সম্বন্ধ করে বিয়ে হয় তাদের।
টিভির পর্দায় পরাগ যেমনই হোক না কেন, বাস্তব জীবনে তিনি কিন্তু পারফেক্ট স্বামী। শ্যুটিং সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা স্ত্রীয়ের পাশেই থাকতে পছন্দ করেন তিনি। তাদের একটি বছর তিনেকের মেয়েও রয়েছে। দ্রোণের একরত্তি মেয়ের নাম গুড্ডি। পুরো পরিবারকে মাতিয়ে রাখেন ছোটপর্দার এই হিরো। যদিও পরাগ চরিত্রটির জন্য অনেক ধরণের কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি।
আরও পড়ুন : বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন স্টার জলসার এই অভিনেত্রী! বাচ্চার ছবি পোস্ট করতেই তাজ্জব সবাই
এইসব কটাক্ষ তার ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলেনা? এই প্রশ্নের উত্তরে দ্রোণ বলেন, “অনেকে মনে করছেন বাস্তবেও আমি হয়তো এমন। কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন নয়। আমি বিবাহিত। প্রথম প্রথম এই বিষয়গুলো আমার স্ত্রীকে প্রভাবিত করত। মনখারাপ হত ওর। কিন্তু তার পর এক দিন ভাল ভাবে ওকে বোঝাই বিষয়টা। এখন আর ততটাও গভীরে ভাবে না ও। এখন বিষয়টা স্বাভাবিক হয়ে গিয়েছে।”
আরও পড়ুন : ‘১৫টা শাড়ি কিনেছি…’, কৌশানীর পুজো শপিং-র খরচ দেখে মাথায় হাত ভক্তদের
অনেকেই হয়ত জানেননা যে, এটাই দ্রোনের প্রথম সিরিয়াল নয়। ‘কার কাছে কই মনের কথা’র আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এর আগে তাকে দেখা গেছিল আকাশ আটের ‘মেয়েদের ব্রতকথা’ মা ষষ্ঠীর ব্রত’তে। এই সিরিয়ালে প্রজাবৎসল জমিদার ইন্দ্রর চরিত্রে দেখা গেছিল ছোটপর্দার দ্রোণকে। এছাড়াও ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলির সাতকাহন’, স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে দেখা মিলেছে দ্রোণ মুখোপাধ্যায়ের।