খরচ মাত্র ২৪ টাকা! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Vi, মিলবে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য স্পেশাল রিচার্জ কুপন দিয়ে কাজ চালাতাম। সেই সময় ১০০ এমবি বা ২০০ এমবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলত। কিন্তু বর্তমানে প্রতিটি টেলিকম কোম্পানির প্যাকে প্রতিদিন ১ জিবি থেকে ৩ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যায়।

তবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে নিজেদের সেই দৈনিক ইন্টারনেট কোটাও শেষ করে ফেলেছেন। এই দৈনিক ইন্টারনেট কোটা শেষ হয়ে গেলে স্পেশাল বুস্টার প্যাক দিয়ে রিচার্জ করতে হয়। এর ফলে আমরা আবার হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাই। এমনই দুটি সস্তার ডেটা বুস্টার প্যাক চালু করেছে ভোডাফোন আইডিয়া বা ভি।

টেলিকম কোম্পানিটি দাবি করেছে যারা প্রতিদিন উচ্চ হারে ডেটা ব্যবহার করে থাকেন তাদের এই প্যাকগুলি সহায়ক হবে। এই রিচার্জগুলির মাধ্যমে দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পরও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই রিচার্জের সাহায্যে গ্রাহকরা অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা পাবেন অত্যন্ত কম খরচায়।

‘সুপার হাওয়ার’ এবং ‘সুপার ডে’ ডেটাপ্যাক:

ভি ‘সুপার হাওয়ার’ নামের যে ডেটা প্যাকটি নিয়ে এসেছে তার মূল্য ২৪ টাকা। এই রিচার্জ এর ভ্যালিডিটি এক ঘন্টা। এক ঘন্টায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। অর্থাৎ ‘সুপার হওয়ার’ প্যাক রিচার্জ করলে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ৬০ মিনিটের জন্য অফুরন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

ভি এর তরফ থেকে ‘সুপার ডে’ নামক যে প্যাকটি নিয়ে আসা হয়েছে তার বৈধতা ২৪ ঘন্টা বা ১ দিন। এই প্যাকটির দাম ৪৯ টাকা। ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভি গ্রাহকরা ৪৯ টাকা দিয়ে রিচার্জ করলে পেয়ে যাবেন ৬ জিবি ডাটা। তবে একটা কথা মনে রাখবেন এই দুটি রিচার্জ প্যাকে কিন্তু কোনও রকম কলিং বা এসএমএস এর সুবিধা থাকবে না।

vodafone idea vi

Vodafone idea সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যুব প্রজন্মের ইন্টারনেট ব্যবহারের চাহিদার কথা মাথায় রেখে এই ধরনের প্যাক তারা এনেছে। ইন্টারনেট সার্ফিং ছাড়াও এই রিচার্জ প্যাকের মাধ্যমে গ্রাহকরা সিনেমা দেখা, খেলা দেখা, ভিডিও ডাউনলোড করা সব ধরনের কাজই করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর