বিয়ের পর প্রথম করবা চৌথ কেমন কেটেছিল ঐশ্বর্যর? দেখে নিন সেই ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজনে। তখন কেমন করে করবা চৌথ পালন করেছিলেন ঐশ্বর্য? বচ্চন বাড়ির বউমা হয়ে করবা চৌথ পালন করার অনুভূতি কেমন ছিল? প্রথম করবা চৌথে কেমন সেজেছিলেন বচ্চন বাড়ির নতুন বউ? ঐশ্বর্য রাই বচ্চনের অনুরাগীদের মনে যদি এমন প্রশ্নের উদয় হয়, তাহলে সেই সন্দেহের নিরসন বার করে ফেলুন। এবার ভাইরাল হল বিয়ের পর বচ্চন বাড়ির বউমার প্রথম করবা চৌথের ভিডিয়ো।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চনের একটি ভিডিয়ো। যেখানে দেখা যায়, চাঁদের মুখ দেখে ঐশ্বর্য অভিষেকের মুখ দেখছেন। রাই সুন্দরীর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও।

এদিকে ২০১৩ সালে করবা চৌথের আগে অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেন। যেখানে তিনি লেখেন, কাজের জন্য অভিষেক দেশের বাইরে রয়েছেন। ঐশ্বর্য এবার স্কাইপ করে অভিষেকের মুখ দেখে করবা চৌথ পালন করবেন। কী দিনকাল এল রে বাবা! অমিতাভের ওই ট্যুইট প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। 

সম্পর্কিত খবর