ভারতীয় মুসলিম বাদে সবাই অনুপ্রবেশকারী, জানিয়ে দিল উত্তরপ্রদেশ বোর্ড

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই নাগরিকতা সংশোধনী আইন নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বলা হয়েছে এই আইনের মধ্য দিয়ে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা সমস্ত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই আইনে মুসলিমদের কথা কোথাও লেখা নেই। তাই তো দেশ জুড়ে মুসলিমদের মধ্যে বিক্ষোভের সঞ্চার হয়েছে এবং আইন প্রণয়নের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন মুসলিম সম্প্রদায়।

তবে এবার ভারতীয় মুসলিম এবং অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। যদিও খানিকটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পথে হেঁটে এই আইনের জন্য ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয় বোর্ডের তরফে। একই সঙ্গে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এনআরসি নিয়ে হিন্দুস্থানি মুসলিমদের ভয় পাওয়ার কারণ নেই, পাশাপাশি তিনি আরও জানান দেশ জুড়ে এনআরসি লাভ করার প্রয়োজন রয়েছে।

এমনিতেই প্রথম থেকে এনআরসি নিয়ে বিরোধিতার ঝড় ছিল ঠিক তার মাঝে উত্তরপ্রদেশের সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের এহেন মন্তব্য কার্যত ঝড় তুলেছে দেশ জুড়ে। যদিও তিনি শুধুমাত্র এখানেই থেমে থাকেন নাই, তিনি আরও বলেন, এনআরসি এলেই আসল চেহারা প্রকাশ্যে আসবে। এবং কংগ্রেস বাংলাদেশের পাকিস্তান ও আফগানিস্তানের অনুপ্রবেশকারীদের পরিচয় তৈরি করে দিচ্ছে।sunni waqf board 2 1573296691

এমনিতে অসমে এনআরসি চালু করার পর থেকে দেশ জুড়ে এনআরসি আতঙ্ক থাবা বসিয়েছে। নথিপত্র খুঁজে বের করতে এক প্রকার মাথায় ঝুলছে আর অবস্থা হয়েছে অনেকেরই। কারণ বৈধ নথিপত্র ছাড়া যদি কেউ দেশে বাস করেন সে ক্ষেত্রে তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন এবং হয়তো তাঁর স্থান হতে পারে ডিটেনশন ক্যাম্পে আর এই ধারণা থেকেই পুরোপুরি শুরু হয়েছে।

তাই তো এনআরসি সম্পর্কে বলতে গিয়ে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি বলেন, অন্যান্য দেশ থেকে যদি উ পীড়িত হয়ে হিন্দুরা এ দেশে আসেন সেক্ষেত্রে মুসলিমরা তাঁদের ব্যক্তিগত লাভের জন্য ভারতের ক্ষতি করতে এসেছে, তাই ভারতীয় মুসলিমরা বাদে বাকিদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

সম্পর্কিত খবর