বাংলা হান্ট ডেস্ক : হাজার তর্ক বিতর্ক, কোর্ট কাছারির পর অবশেষে নিজের জন্মস্থানে ফিরতে চলেছেন ভগবান রাম। আগামি ২২ জানুয়ারি মহা সমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিরাপত্তার বহরও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার (Social Media) আনাচে কানাচে শুরু হয়ে গেছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য।
এইদিন জিবরান মাকরানি নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইউপি ATS। সূত্রের খবর, তিনি বিগত কয়েকদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছিলেন। ধর্মীয় বিভেদ ও ধর্মীয় গোঁড়ামি ছড়াতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ক্রমাগত উত্তেজনামূলক পোস্ট করে চলেছিলেন তিনি।
জিবরান মাকরানি কী পোস্ট করেছেন?
এইদিন জিবরান মাকরানী তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, বাবরি মসজিদ আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই UP ATS পোস্টদাতাকে খুঁজে বের করার জন্য উঠেপড়ে লাগে। তদন্তে উঠে আসে, পোস্টটি করেছেন ঝাঁসির বাসিন্দা জিবরান মাকরানি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয় এটিএস ফিল্ড ইউনিট, ঝাঁসি অফিসে।
আরও পড়ুন : রাম মন্দিরের পাশেই ভারত তথা এশিয়ার প্রথম AI শহর! গেলেই চমকে উঠবেন
এবং পুলিশের জিজ্ঞাসাবাদে জিবরান মাকরানি যে জবানবন্দি দিয়েছেন তা সত্যিই বেশ চমকপ্রদ। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়েছে যাতে বাবরি মসজিদের প্রতিশোধ নেওয়া যায় এবং মুসলিম ভাইয়েরা রাম মন্দির ধ্বংস করতে পারে। ঠিক যেমন আমাদের বড়রা করতেন।’ তবে এই বিষয়ে পুলিশ তৎপর হতেই জিবরান এই পোস্টটি মুছে দেন। যদিও গ্রেফতারি সে এড়িয়ে যেতে পারেনি।