নির্লজ্জ পাকিস্তান! যুদ্ধের আবহেই এবার এল ‘খারাপ খবর’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কোমর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরও শোধরাবে না নির্লজ্জ পাকিস্তান (India-Pakistan)। নিয়ন্ত্রণরেখায় সমানে করছে গোলাবর্ষণ। তাতেই ঝরল রক্ত। পাক সেনার ছোড়া গোলায় উরিতে (J&K’s Uri) এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আহত আরও এক।

পাক সেনার গুলিতে গেল প্রাণ (India-Pakistan)

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গুলিবর্ষণে এক মহিলা নিহত হওয়ার খবর সামনে এসেছে। পাশাপাশি চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে সূত্রের খবর। সীমান্তবর্তী অঞ্চলে গোলাবর্ষণে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার রেজারওয়ানি থেকে বারামুুলা যাওয়ার পথে পাক সেনা দ্বারা গোলাবর্ষণ শুরু হয়। তার জেরেই মৃত্যু হয় রেজারওয়ানির বাসিন্দা নার্গিস বেগমের। আহত হন হাফিজা বেগম নামে আরও এক মহিলা। পাশাপাশি আরও কয়েকজন সাধারণ নাগরিকের জখম হওয়ার খবর সামনে আসছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় সেনা জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী মধ্য রাতে পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায়। তবে ড্রোন হামলাগুলো প্রতিহত করেছে ভারতীয় সেনা। পাশাপাশি তাদের সংঘর্ষবিরতি লঙ্ঘনেরও জবাব দিয়েছে সেনা।

আরও পড়ুন: যুদ্ধের আবহেই জলকষ্টে ভুগবে পাকিস্তান? সিন্ধু জলচুক্তি নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

জম্মু এবং পঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা বানচাল করে দিয়েছে অতন্দ্র প্রহরায় থাকা ‘সুদর্শন চক্র’। মাঝ আকাশেই ধূলিসাৎ ক্ষেপণাস্ত্র। (India Pakistan Conflict) সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকে জম্মু এবং পঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু ছুঁতে পারেনি ভারতকে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ ট্রায়াম্ফ, ‘সুদর্শন চক্র’ ক্ষেপণাস্ত্র হামলার প্ল্যান ভেস্তে দিয়েছে। ভারতের আকাশসীমায় ঢোকার আগেই এস ৪০০ শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X