ইউরোপেও চলবে ভারতের ডিজিটালগিরি, এবার ফ্রান্সও আপন করল মেড ইন ইন্ডিয়ার UPI সিস্টেম

বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে ফিনটেক সেক্টরে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি UPI এবং Rupay পৌঁছে গেল ইউরোপেও। আগামী দিনে UPI এবং Rupay পরিষেবা মিলতে চলেছে ফ্রান্সে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। UPI একটি সম্পূর্ণ দেশীয় ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস। এত সহজ এবং নিরাপদ ব্যবস্থা যে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ প্রশংসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউপিআই প্রয়োগ বা অনুরূপ প্রযুক্তি বিকাশেরও পক্ষে সওয়াল করেছে গুগল। এখন ভারতের বাইরেও UPI ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী দেশ নেপাল সম্প্রতি ইউপিআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এছাড়া সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভুটানও ইউপিআই প্রযুক্তি গ্রহণ করেছে।

লাইরা নেটওয়ার্কের সঙ্গে চুক্তি বাস্তবায়নের পর ভারতীয় পর্যটকরা ফ্রান্সে কোনও বাধা ছাড়াই মোবাইল লেনদেনে সমর্থ হবেন। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের এই স্বচ্ছ পদ্ধতি ফ্রান্সে অত্যন্ত কার্যকর হতে চলেছে। নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। তাঁর কথায়,’একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম। যেখানে কেবল নগদ বা চেকে ফি দেওয়া যেতে পারে। নগদ না থাকায় এটিএমে যেতে হয়েছিল। ফ্রান্সে UPI প্রযুক্তি থাকলে প্রচুর মানুষ উপকৃত হবেন।’এর আগে নেপাল-সহ আরও কয়েকটি দেশ ‘মেড ইন ইন্ডিয়া’র UPI এবং RuPay কার্ড ব্যবহার শুরু করেছে।UPI payment app can make you poor

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ইউনিট অফ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ফ্রান্সে UPI এবং RuPay পরিষেবা চালু করার জন্য একটি চুক্তি করেছে। ফ্রান্সের লাইরা নেটওয়ার্কের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘গোটা বিশ্ব দেখছে প্রতি মাসে ৫.৫ বিলিয়ন ইউপিআই লেনদেন হচ্ছে ভারতে। এটা ভারতের জন্য বড় সাফল্য। ফ্রান্সের সঙ্গে এই চুক্তি একটি বড় ঘটনা।’ ঘরোয়া কার্ড নেটওয়ার্ক রূপে-ও গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। RBI-এর তথ্য অনুসারে, ২০২০ সালেই ভারতীয় কার্ডের বাজারে ৬০ শতাংশের বেশি চলে গিয়েছে RuPay-এর দখলে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর