মুহূর্তের মধ্যে টাকা পাঠানো যাবে বিশ্বের যেকোনও প্রান্তে! পোস্ট অফিসের নেটওয়ার্কের সঙ্গে জুড়ছে UPI

Published on:

Published on:

Upi is connecting with the post office network.

বাংলাহান্ট ডেস্ক: এবার ইউপিআই (UPI) এর মাধ্যমে পোস্ট অফিস থেকে নিমেষেই টাকা পাঠানো যাবে বিদেশে। ভারতের (India) ডিজিটাল বিপ্লবের নতুন দিগন্ত খুলে গেল। দেশে মোবাইল ফোনে টাকার লেনদেনের চেহারা বদলে দেওয়া ইউপিআই এবার আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়তে চলেছে। এতদিন মাত্র কয়েকটি দেশেই সীমিতভাবে ইউপিআই ব্যবহার করা যেত, কিন্তু এবার সেই সীমা ভাঙতে চলেছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইউপিআই যুক্ত হতে চলেছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউয়ের (UPU) সঙ্গে, যার ফলে গোটা বিশ্বের ১৯২টি দেশ ভারতের এই প্রযুক্তির আওতায় চলে আসবে।

গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ইউপিআই (UPI)

৮ সেপ্টেম্বর দুবাইয়ে এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে তিনি জানান, এটি কেবলমাত্র প্রযুক্তিগত চুক্তি নয়, বরং একটি সামাজিক চুক্তি, যা কোটি কোটি মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা আনবে। ইউপিআই (UPI)-ইউপিইউ ইন্টিগ্রেশনের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স বা টাকা পাঠানোর পদ্ধতিতে বিপ্লব ঘটবে। এখন থেকে বিশ্বের যেকোনও দেশ থেকে স্থানীয় পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই টাকা পাঠানো যাবে। এতে বিদেশে থাকা প্রবাসী ভারতীয় কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনই ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষও অনেক দ্রুত, নিরাপদ এবং সস্তায় টাকা পাঠানো ও গ্রহণ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন:-ফেরা হল না ঘরে… নেপালে বেড়াতে গিয়ে রক্তক্ষয়ী আন্দোলনে প্রাণ গেল ভারতীয় মহিলার

সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্প সফল করার জন্য ভারত প্রাথমিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর মাধ্যমে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এক নতুন মানচিত্র তৈরি করবে। ইতিমধ্যেই ইউপিআই ভারতের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন থেকে বিদেশে থাকা কোনও ভারতীয় যদি সহজে টাকা পাঠাতে চান, তবে পোস্ট অফিসের মাধ্যমেই ইউপিআই (UPI) ব্যবহার করে তা সম্ভব হবে।

অর্থনীতিবিদদের মতে, এই প্রকল্প কেবলমাত্র ভারতীয় প্রবাসীদের জীবন সহজ করবে না, বরং বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দেবে। কারণ রেমিট্যান্স খরচ এখনো অনেক দেশের জন্য বড় সমস্যা। বিশ্বব্যাপী গড়ে রেমিট্যান্স পাঠাতে খরচ হয় প্রায় ৬ শতাংশ, যেখানে ইউপিআইয়ের (UPI) মাধ্যমে এই খরচ নেমে আসবে অনেক নিচে। ফলে টাকা পাঠানো হবে আরও সাশ্রয়ী এবং দ্রুত।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের ডিজিটাল সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে। একদিকে যেমন এটি ডলার নির্ভর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার বিকল্প হিসেবে সামনে আসবে, অন্যদিকে ভারতের ডিজিটাল প্রযুক্তির প্রতি বিশ্বের আস্থা বাড়াবে। বর্তমানে ১৯২টি দেশ ইউপিআইয়ের অংশ। তাই এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইউপিআই (UPI) কার্যত বিশ্বজুড়ে বিস্তার লাভ করবে।

Upi is connecting with the post office network.

আরও পড়ুন:-দিল্লির পর মুম্বাই, একদিনেই দেশের দুই হাই কোর্টে বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কও মনে করছে, ইউপিআই এর (UPI) ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং ভারতের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প আরও গতি পাবে। আগামী দিনে এই উদ্যোগ কোটি কোটি মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে সহজ করবে এবং বিশ্বব্যাপী ভারতের প্রযুক্তিগত নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে।

এই উদ্যোগের ফলে শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে, ইউপিআই (UPI)-ইউপিইউ সংযোগ আন্তর্জাতিক অর্থপ্রেরণকে গণতান্ত্রিক করে তুলবে এবং প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে দেবে। বলা হচ্ছে, ভারতের ডিজিটাল যাত্রার এটি হতে চলেছে সবচেয়ে বড় আন্তর্জাতিক পদক্ষেপ।