Ekchokho.com 🇮🇳

লাগবে না ইন্টারনেট! UPI-এ টাকা ট্রান্সফার এবার আরও সহজ, জেনে নিন আরও কি সুবিধা পাবেন আপনি

Published on:

Published on:

UPI is easier no need for internet here are some tips

বাংলা হান্ট ডেস্ক: এখন সকলেই মোবাইল থেকে UPI এর মাধ্যমে টাকা পাঠায়। এবার ইন্টারনেট ছাড়াই মোবাইল থেকে সহজেই টাকা পাঠাতে পারবেন আপনি(UPI Update)। এর জন্য আপনাকে একটি ছোট টিপস ফলো করতে হবে। এমনকি অফলাইনে ৫ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন । পাশাপাশি, ইন্টারনেট ছাড়াই যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন আপনি।

UPI মাধ্যমে টাকা পাঠানো আরও সহজ, রইল টিপস (UPI Update)

বর্তমানে সকলেই মোবাইল থেকে UPI এর মাধ্যমে টাকা পাঠায়। হঠাৎ ইন্টারনেট কাজ না করলে বেকুব পরিস্থিতির মুখে পড়তে হয় অনেককেই।
কিন্তু এখন আর চিন্তার কোন কারণ নেই। ভারত সরকার এবং NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) একটি অত্যাধুনিক পরিষেবা প্রদান করেছে যা হল USSD ভিত্তিক UPI পরিষেবা, যেটি *99# নম্বরের মাধ্যমে কাজ করে। এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই সহজেই টাকা পাঠাতে পারবেন।

কি ভাবে টাকা পাঠাবেন ইন্টারনেট ছাড়া?

ইন্টারনেট ছাড়া টাকা পাঠাতে হলে , প্রথমে *99# টাইপ করুন ও কল করুন। তারপর আপনার নির্বাচিত ভাষার জন্য একটি বিকল্প পাবেন। তাতে নিজের নির্বাচিত ভাষা নির্বাচন করুন। এরপর, আপনি যে ইউপিআই আইডিতে টাকা পাঠাতে চাইছেন তার বিশদে লিখুন। এরপর, নিজের ইউপিআই পিন লিখুন এবং চালিয়ে যান। এই পিন যাচাই করার পর, আপনি টাকা পাঠাতে পারবেন। তবে এটি মনে রাখবেন, ইন্টারনেট ছাড়া কেবলমাত্র ৫০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি। এমনকি আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ইউপিআই পিনও পরিবর্তন করতে পারবেন।

UPI is easier no need for internet here are some tips

আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে গলা জলে ডুবে রইলেন বাবা, তারপর… ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

UPI পিন সেট নেই, সেক্ষেত্রে কিভাবে সেট করবেন আপনি?

আপনি মোবাইল ডায়ালারে *99# কোডটি দিয়ে কল বোতামটি টিপুন। নির্বাচিত ভাষা টাইপ করে পাঠান। এরপর ইউপিআই পিন বিকল্প নির্বাচন করুন। আপনকে এখানে ব্যাংকের শেষ ৬টি সংখ্যা ও কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ (MMYY) জিজ্ঞেস করা হবে। এটি প্রধানত আপনার ডেবিট কার্ড সম্পর্কিত তথ্য। পাশাপাশি আপনি আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটি OTP পাবেন। ওটিপি (OTP) এন্টার করুন। তারপর সেখানে একটি নতুন ইউপিআই পিন (UPI PIN) তৈরি করতে বলা হবে। আপনার পছন্দের একটি 4 অথবা 6 ডিজিটের PIN লিখুন তারপর নিশ্চিন্ত করুন।