বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সমাজে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই (UPI)। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ব্যবহার করে অনলাইন ব্যবহার করছেন। এত মানুষের অনলাইনে টাকা লেনদেনের কারণে চাপ পড়ছে সার্ভারে। যার ফলে লেনদেনের ক্ষেত্রে দেখা যায় বিভ্রাট। এতে দেখা যায় নিরাপত্তাজনিত সমস্যা। তাই NPCI এবার UPI ব্যবস্থায় আনছে একাধিক নিয়মের পরিবর্তন। যা আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। পাশাপাশি এই পরিবর্তনগুলি শুধু প্রযুক্তিগতই নয়, সাধারণ মানুষের UPI ব্যবহারেও আনবে সরাসরি প্রভাব। জেনে নেওয়া যাক কী কী নতুন নিয়ম আসতে চলেছে।
আগস্টেই বদলে যাচ্ছে UPI লেনদেনের নিয়মকানুন (UPI)
প্রধানমন্ত্রীর লক্ষ ডিজিটাল ইন্ডিয়া গড়া। সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ইউপিআই (UPI) লেনদেনের ব্যবস্থা। যত সময় এগোচ্ছে সাধারন মানুষদের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। আগামী সপ্তাহ থেকে ইউপিআই (UPI) ব্যবহারের পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে ইউজারদের মানতে হবে নয়া নিয়ম। তাই নতুন মাস শুরুর আগেই জেনে নিন এই বিষয়ে।
১) এবার থেকে ব্যবহারকারী একটি ইউপিআই (UPI) এর মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ বার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবে। যারা বারংবার দিনে ব্যালেন্স চেক করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
২) কোন ব্যবহারকারীর পেমেন্ট যদি আটকে যায় বা পেন্ডিং দেখায় তাহলে তিনি সর্বোচ্চ ২৫ বার স্ট্যাটাস চেক করতে পারবেন। এই নিয়মের ফলে সিস্টেমের উপর অপ্রয়োজনীয় চাপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৩) অটো পো ট্রানজাকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট।
৪) কোন মোবাইল নম্বরের সঙ্গে কোন ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত আছে, টা চেক করতে সময়সীমা বেধে দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও আপনি দিনে সর্বোচ্চ ২৫বার চেক করতে পারবেন।
আরও পড়ুন: অল্প বয়সেই পিঠ কোমরের ব্যথায় কাবু! কিভাবে মুক্তি পাবেন এর থেকে, রইল ঘরোয়া টোটকা
ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ:
১) নতুন নিয়ম গুলো চালু হওয়ার পর থেকে আপনার UPI ব্যবহারের অভ্যাস সেই অনুযায়ী পরিবর্তন করুন।
২) প্রতিটি লেনদেনের (Online Payment) পর আপনি ব্যালেন্সের আপডেট পাবেন। তাই অহেতুক ব্যালেন্স চেক করার থেকে বিরত থাকুন।
৩) লেনদেনের ক্ষেত্রে যদি টাকা আটকে যায় তাহলে বারংবার স্ট্যাটাস চেক না করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন।
জানা যায়, সম্প্রতির ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একাধিক অভিযোগ আসছে। বিশেষ করে এপ্রিল ও মে মাসে এই অভিযোগ বেশি শোনা গেছিল। এরপরই এই বিষয়টাকে খতিয়ে দেখে নয়া নিয়মাবলী গুলি চালু করা হচ্ছে।