৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেলুন এই কাজ! নাহলেই বন্ধ হবে UPI আইডি, দুর্ভোগ এড়াতে এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: এবার UPI আইডি (UPI ID) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, প্রতিটি ব্যাঙ্ক এবং PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি গত এক বছর ধরে নিষ্ক্রিয় থাকা UPI আইডিগুলিকে বন্ধ করবে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India, NPCI) সমস্ত ব্যাঙ্ক এবং থার্ড পার্টি অ্যাপগুলিকে সেই সমস্ত আইডি ব্লক করার নির্দেশ দিয়েছে যেগুলিতে গত এক বছরে কোনো লেনদেন বা ট্রানজাকশন হয়নি।

পাশাপাশি, এজন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে NPCI। এমতাবস্থায়, আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার UPI আইডি দিয়ে কোনো লেনদেন না করে থাকেন, তাহলে আর দেরি না করে সেটিকে সক্রিয় করুন। অন্যথায়, ৩১ ডিসেম্বর, ২০২৩-এর পরে আপনার UPI আইডি বন্ধ হয়ে যাবে।

UPI users should do this now

বন্ধ হয়ে যাবে আইডি: উল্লেখ্য যে, আপনার যদি এমন কোনো UPI আইডি থাকে যা আপনি গত এক বছরে ব্যবহার করেননি, তাহলে সেটিকে সক্রিয় করুন অর্থাৎ ওই আইডি ব্যবহার করে লেনদেন সম্পন্ন করুন। তবে, আপনি যদি UPI আইডিটি নিষ্ক্রিয় করতে চান সেক্ষেত্রে লেনদেনের প্রয়োজন পড়বেন না। যদিও, UPI আইডি ডি-অ্যাক্টিভেট করার আগে ব্যাঙ্ক আপনাকে ই-মেল বা মেসেজের মাধ্যমে একটি নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি, আপনি আপনার UPI আইডির স্ট্যাটাস সম্পর্কেও জানতে পারবেন।

আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য বড় খবর! গ্যাস সিলিন্ডার পিছু বাড়ানো হবে ভর্তুকি, কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার?

NPCI-এর নতুন নিয়ম: NPCI-এর এই পদক্ষেপের ফলে UPI লেনদেন আগের থেকে নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি, এটি ভুল লেনদেন বন্ধ করতেও সাহায্য করবে। NPCI-এর নতুন নিয়ম অনুসারে, সমস্ত থার্ড পার্টি অ্যাপ এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিষ্ক্রিয় গ্রাহকদের সাথে যুক্ত UPI আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করবে। এক বছর এই আইডি থেকে কোনো ধরণের ক্রেডিট বা ডেবিট লেনদেন না হলে তা বন্ধ করে দেওয়া হবে। নতুন বছর অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৪ থেকে গ্রাহকরা সেই UPI আইডি দিয়ে লেনদেন করতে পারবেন না।

আরও পড়ুন: AXIS ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সাবধান! বড় পদক্ষেপ নিল RBI, চিন্তায় গ্রাহকরা

ভুল লেনদেন নিয়ন্ত্রণ করা যাবে: অনেক সময় দেখা যায় যে, গ্রাহকেরা তাঁদের নম্বর পরিবর্তন করেন এবং অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে ভুলে যান। এমন পরিস্থিতিতে ভুল লেনদেনের আশঙ্কা বেড়ে যায়। এই ধরণের সমস্যা এড়াতেও NPCI এবার পদক্ষেপ নিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর