মধ্যবিত্তদের জন্য বড় খবর! গ্যাস সিলিন্ডার পিছু বাড়ানো হবে ভর্তুকি, কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার?

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। যার ফলে নির্বাচনের আগে দফায় দফায় কমেছে রান্নার গ্যাসের দাম। এমনিতেই, চলতি বছরের অগাস্ট মাসে গ্যাসের দাম কমেছিল। পাশাপাশি, গত মাসের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ১০০ টাকা করে ভর্তুকি বাড়ানো হয়।

ঠিক এই আবহেই ফের একবার বিজেপির তরফে LPG গ্যাস সিলিন্ডারের ওপরে ভর্তুকি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এমনিতে চলতি মাসে নতুন করে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়নি। এদিকে, গত অগাস্ট মাসের শেষের দিকে ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানো হয়েছিল। যার ফলে, কলকাতায় LPG সিলিন্ডারের দাম একলাফে ১,১২৯ টাকা থেকে কমে ৯২৯ টাকা হয়ে যায়।

The government is increasing the subsidy on gas cylinders

তবে, এবার এবার বিজেপির তরফে গ্যাসের দামের প্রসঙ্গে বড় প্রতিশ্রুতি দেওয়া হল। উল্লেখ্য যে, উজ্জ্বলা যোজনার অধীনে বর্তমানে যাঁরা গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন তাঁদের প্রতিটি সিলিন্ডারের জন্য দিতে হচ্ছে ৬২৯ টাকা। কারণ, তাঁরা প্রতি সিলিন্ডার পিছু ৩০০ টাকার ভর্তুকি পাচ্ছেন। এমতাবস্থায়, জানা গিয়েছে, এই ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকার নিচে নেমে আসবে।

আরও পড়ুন: AXIS ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সাবধান! বড় পদক্ষেপ নিল RBI, চিন্তায় গ্রাহকরা

যদিও, শুধুমাত্র উজ্জ্বলা যোজনার উপভোক্তারাই এই সুবিধা পাবেন। গত বৃহস্পতিবার রাজস্থানে বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সেখানেই গেরুয়া শিবিরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, সেই রাজ্যে সরকার গঠন করা হলে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের দেওয়া ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে।

আরও পড়ুন: হাতিয়ার AI, ভাইপোর গলা নকল করে পিসির দেড় লক্ষ নিয়ে পগারপার! ঘুম উড়ল পরিবারের

ইতিমধ্যেই রাজস্থানে নির্বাচনের আগে কংগ্রেসের তরফ থেকেও গ্যাস সিলিন্ডারের দাম কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই প্রসঙ্গে জানান যে, দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলিকে স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। মূলত, যেসমস্ত পরিবারের বিপিএল কার্ড আছে তাদেরকে ৫০০ টাকা দরে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার ফের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ওই বিষয়ে জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫৭.৫০ টাকা কমছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর