SSC মামলার মাঝেই এবার প্রাইমারি নিয়ে খারাপ খবর, কী জানাল কলকাতা হাইকোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ SSC ২০১৬ সালের প্যানেল নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক (Upper Primary Recruitment) নিয়োগ মামলায় কোনো নির্দেশ না দিয়ে ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দীর্ঘ অপেক্ষার পর গত বুধবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই মামলাতেই আরও অপেক্ষা বাড়ল চাকরিপ্রার্থীদের। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৮ জুন।

আদালত সূত্রে খবর, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন ও এসএসসির নিজেদের বক্তব্য রেখেছে। পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে। তারপরই কোনো নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপার প্রাইমারি মামলায় হাজার হাজার চাকরি প্রার্থী আশায় বসে ছিলেন। তবে আপাতত কোনোটাই হচ্ছে না।

আরও পড়ুন: সন্ধ্যার পর বৃষ্টি দক্ষিণবঙ্গে! শনি-রবিতে উঠবে ঝড়: আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

দীর্ঘ ১০ বছরের থমকে রয়েছে নিয়োগ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবেই নিয়োগ ঝুলে রয়েছে। প্রথম কাউন্সেলিংয়ের পর চাকরি প্রার্থীদের দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করে দাবি চাকরিপ্রার্থীদের।

Calcutta High Court

আরও পড়ুন: তৃণমূল আমলের সব OBC সার্টিফিকেট বাতিল! হাই কোর্ট রায় দিতেই মমতাকে ফালাফালা আক্রমণ মালব্যর

প্রসঙ্গত, আপার প্রাইমারিতে প্রায় ৯ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার প্রায় ২ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। জানা গিয়েছে প্রায় প্রথম দফায় মোট ৮৯০০ জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর