বাংলাহান্ট ডেস্ক : শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমে (UPS) অনুমোদন দিয়েছে। এবার থেকে কর্মচারীরা পেনশনের জন্য NPS ও UPS-এর মধ্যে থেকে বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন। এখনো দেশের অনেক রাজ্য আছে যেখানে পরিচালিত হয়ে থাকে ওল্ড পেনশন স্কিম (OPS)। অধিকাংশ মানুষই ওপিএস, এনপিএস এবং ইউপিএস-এর পার্থক্য বা বৈশিষ্ট্য বুঝতে পারেন না। তাদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউনিফাইড পেনশন স্কিম (UPS)
জানানো হয়েছে আগামী ১ লা এপ্রিল, ২০২৫ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme)। কর্মচারীদের ইউপিএসের (UPS) অধীনে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ পেনশন যা শেষ ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ। একজন কর্মচারীকে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হবে এই পেনশন পাওয়ার জন্য। অন্যদিকে কর্মচারীর যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হবে যা কর্মচারীর পেনশনের ৬০ শতাংশ। এছাড়াও কর্মচারীদের নিশ্চিত পেনশন প্রদান করবে এই স্কিম। অর্থাৎ যে কর্মচারী ১০ বছর চাকরি করেছেন তাকে নূন্যতম ১০০০০ টাকা প্রতি মাসে পেনশন দেওয়া হবে। এছাড়াও ইনডেক্সেশনও যুক্ত করা হয়েছে এনপিএসে। অর্থাৎ মুদ্রাস্ফীতি অনুযায়ী বৃদ্ধি পাবে পেনশন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-W) অনুযায়ী এই হিসাব গণনা করা হবে শিল্প শ্রমিকদের জন্য।
আরোও পড়ুন : জন্মাষ্টমীতে ধুন্ধুমার! কুটনি পিপির চক্রান্তে মধুবনী-মিহির মধ্যে দূরত্ব! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব
OPS – NPS – UPS সম্পর্কিত কিছু তথ্য:
• UPS স্কিমের সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন। NPS স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরাও।
• OPS-এ পেনশনের জন্য কর্মচারীদের বেতন থেকে কোনও টাকা কাটা হয় না। তবে বেতন থেকে ১০% (বেসিক + ডিএ) কাটা হয় NPS স্কিমে। ইউপিএসেও এই সমপরিমাণ টাকা কাটা হবে। তবে এর মধ্যে ১৮.৫% অবদান থাকবে কেন্দ্রীয় সরকারের।
• GPF (Government Provident Fund) এর সুবিধা থাকে ওল্ড পেনশন স্কিমে। এই সুবিধা থাকে না এনপিএসে। UPS স্কিমে অবসর গ্রহণের পর দেওয়া হবে এককালীন টাকা।
• স্টক মার্কেটের সাথে সম্বন্ধিত স্কিম এনপিএস। তবে ইউপিএস এবং ওপিএস নিরাপদ স্কিম।
• ৬ মাস অন্তরে মহার্ঘ ভাতা প্রযোজ্য হয় ওপিএসে। তবে এনপিএসে মহার্ঘ ভাতা প্রযোজ্য হয় না। মুদ্রাস্ফীতি অনুযায়ী ডিয়ারনেস রিলিফ (DR) দেওয়া হবে ইউপিএসে (UPS)।