ছিল না কোন প্রাইভেট টিউশন, তবুও ক্র্যাক করলেন UPSC! বেনজির কীর্তি দার্জিলিংয়ের এই কন্যার

বাংলাহান্ট ডেস্ক : গতকাল প্রকাশিত হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফল। দেশের অন্যতম এই কঠিন পরীক্ষায় চমৎকার ফল করেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা। সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় বেশ ভালো ফল করেছে দার্জিলিং জেলার অন্তত তিনজন। দার্জিলিং শহরের রবার্টসন রোড এলাকার বাসিন্দা জয়শ্রী প্রধান।

২৫ বছর বয়সী জয়শ্রী সর্বভারতীয় স্তরে ইউপিএসসি পরীক্ষায় ৫২তম স্থান অধিকার করেছেন। ২৩ বছর বয়সি গৌতম ঠাকুরী সর্বভারতীয় স্তরে ৩৯১ তম স্থান অধিকার করেছেন। গৌতম বাগডোগরার বাসিন্দা। UPSC পরীক্ষায় দার্জিলিং জেলার অপর এক কৃতি হলেন ২৬ বছরের অজয় মোক্তান। সর্বভারতীয় স্তরে অজয়ের স্থান ৪৬৪।

আরোও পড়ুন : গরমের ছুটির আগে ফের বন্ধ স্কুল-কলেজ! লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় সুখবর

নিজের জেলার পড়ুয়াদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই এখন খুশি দার্জিলিংবাসী। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জয়শ্রী ইউপিএসসি পরীক্ষার জন্য কোথাও প্রাইভেট কোচিং নেননি। নিয়মিত আট থেকে দশ ঘন্টা বাড়িতেই পড়াশোনা করতেন তিনি। মেইন পরীক্ষার আগে বাড়িয়েছিলেন সময়সীমা।

আরোও পড়ুন : চাকরিপ্রার্থীদের প্রতীক্ষার অবসান! বড় রায় কলকাতা হাইকোর্টের, এবার হবে বিশাল শিক্ষক নিয়োগ

দার্জিলিংয়ের লরেটো কনভেন্টে পড়াশোনা জয়শ্রীর। এই কৃতি ছাত্রী ৯১% নম্বর পেয়েছিলেন আইসিএসইতে। এরপর তিনি বেঙ্গালুরু যান আইন নিয়ে পড়াশোনা করার জন্য। সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন ইউপিএসসি পরীক্ষায় বসার। বেঙ্গালুরুর রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে পড়াশোনা করেছেন বাগডোগরার বাসিন্দা গৌতম ঠাকুরী।

দিল্লি মোতিলাল নেহেরু কলেজ থেকে স্নাতকোত্তীর্ণ হন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের উপর পিএইচডি করছিলেন গৌতম। গৌতম কোচিং সেন্টারে পড়তেন পরীক্ষার প্রস্তুতির জন্য। তবে গৌতমের ইচ্ছা আবার ইউপিএসসি পরীক্ষায় বসার আরো ভালো ফল করার জন্য।

1713317172 new project 9

পানিঘাটার রেনবো আকাদেমির ছাত্র অজয় মোক্তান ফিজিক্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কৃষক পরিবারের ছেলে অজয় ছোটবেলা থেকে সংঘর্ষ করে বড় হয়েছেন। দার্জিলিং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা গর্বিত জয়শ্রীর জন্য। সর্বভারতীয় স্তরে সে ৫২ তম স্থান অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে ওকে অভিনন্দন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর