‘নিজের মা বোনের পোশাক নিয়ে মন্তব‍্য করুন, আমার দিকে আঙুল তুলবেন না’, মেজাজ হারালেন উরফি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তাঁর পোশাক আশাক যতটা খোলামেলা, মুখও ততটাই খোলামেলা। রেখেঢেকে কথা বলতে জানেন না উরফি জাভেদ (Urfi Javed)। তাঁর পোশাক নিয়ে চর্চা হয়, সমালোচনা, ছিছিক্কার হয়, তা খুব ভালভাবেই জানেন তিনি। আর সেইজন‍্যই প্রতিবার আরো বিপজ্জনক পোশাকে হাজির হন উরফি। কিন্তু তাঁকে সরাসরি কেউ কিছু বললে ছেড়ে কথা বলেন না তিনি।

সম্প্রতি একটি পিঠখোলা পোশাকে সদ‍্য মুক্তিপ্রাপ্ত ‘নাচ বেবি’ মিউজিক ভিডিওর ইভেন্টে হাজির হন উরফি। ব‍্যাকলেট শর্ট ড্রেসটির একটি অংশ মাথায় ঘোমটার মতো করে দিয়েছিলেন তিনি। ঘোমটার দুটো প্রান্ত দিয়ে ঢাকা বক্ষযুগল। উর্দ্ধাংশ প্রায় অনাবৃত। পাপারাৎজির সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই মেজাজ হারান উরফি। আঙুল উঁচিয়ে বলে ওঠেন, তাঁর পোশাক নিয়ে কেউ কোনো মন্তব‍্য করবে না!


আঙুল নাড়িয়ে নাড়িয়ে শাসাতে দেখা যায় উরফিকে। তিনি বলেন, “আমি এই করতে এখানে আসিনি। তোমাদের যদি পোশাক নিয়ে মন্তব‍্য করতে হয় তো নিজের প্রেমিকা আর মা বোনেদের পোশাক নিয়ে করো। আজকের পর থেকে আমার পোশাক নিয়ে কেউ কোনো মন্তব‍্য করবে না।”

মা বোন তোলায় অনেকেই ক্ষেপেছেন উরফির উপরে। একজন লিখেছেন, আমাদের মা বোনেরা এভাবে ঘোরেন না। নয়তো আমরা নিশ্চয়ই বলতাম। আর পাপারাৎজির উপরে মেজাজ দেখিয়ে কী হবে? ওরা তো ঠিকই বলেছে। কখনো তো একটু ভদ্র পোশাক পরে আসুন।

https://www.instagram.com/reel/CiK_EJCDPQl/?igshid=YmMyMTA2M2Y=

 

নিজেই নিজের পোশাক বানান উরফি। যদিও সেগুলোকে ‘পোশাক’আদৌ বলা যায় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সেসব পোশাকে কোনোক্রমে লজ্জা নিবারণটুকুই হয়। শরীরের বেশিরভাগ অংশই ঢাকা পড়ে না।

কখনো সর্বাঙ্গে ফুল লাগিয়ে, কখনো তার, কখনো ব্লেড, আবার কখনো স্রেফ রাঙতা লাগিয়ে সর্বসমক্ষে আসেন উরফি। তাঁর টপলেস অবতারের জন‍্য প্রচুর সমালোচনাও হয়। কিন্তু নিন্দা শুনতে রাজি নন উরফি। তাই এভাবেই নিন্দুকদের মুখ বন্ধ করার চেষ্টা করেন তিনি।

সম্পর্কিত খবর

X