পাকিস্তানকে ভারতের মতো সম্মান দেয় না আমেরিকা! সম্পর্কটা মালিক-ভৃত্যের মতোঃ ইমরান খান

বাংলাহান্ট ডেস্ক : মন খারাপ ইমরান খানের (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রীর আক্ষেপ আমেরিকা (US) ভারতকে যতটা সম্মান দেয় তার সিকি ভাগও দেয়না পাকিস্তানকে। তিনি মনে করেন, ভারতের সঙ্গে আমেরিকা খুব ভালো ব্যবহার করে। কিন্তু পাকিস্তানকে কেমন যেন দূরে সরিয়ে রাখতেই চাই হোয়াইট হাউস।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ভারতের সঙ্গে ভালো ব্যবহার করলেও পাকিস্তানের সঙ্গে বিরূপ আচরণই করে আমেরিকা। প্রসঙ্গত ইমরান অনেক আগে থেকেই পাকিস্তানের উপর অসন্তুষ্ট। এমনকি পিটিআই প্রধান দাবি করেন তাঁকে সময়ের আগেই ক্ষমতাচ্যুত করার মূলে ছিল আমেরিকার হাত।

এরই সঙ্গে আরও একবার ইমরান খানের মুখে শোনা গেল ভারতের প্রশংসা। তিনি বলেন ‘ভারতের নিজের দেশবাসীর জন্য ইউক্রেন যুদ্ধের সময়ও আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা রাশিয়া থেকে কম টাকায় তেল কিনছে। ভারত সরকার প্রথন নিজের দেশবাসীর কথা ভাবে।’ ইমরান এদিন আরও বলেন, পাকিস্তানও চায় আমেরিকার সহযোগী হতে, কিন্তু সে কথা আমেরিকাকে কোনও দিনই মুখফুটে বলতে পারেনি পাকিস্তান।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটা মালিক – চাকরের মতো। ভাড়া করা বন্দুক হিসাবে হিসাবে আমেরিকা ব্যবহার করে পাকিস্তানকে। কিন্তু এর জন্য আমেরিকা নয়, দায়ি আমার দেশের সরকার।’ আমেরিকার যা পরিকল্পনা তাতে পাকিস্তানের সাহায্য লাগবে বলেই দাবি করেন ইমরান খান। প্রসঙ্গত, পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের মতোই নিজের সময়কাল সম্পূর্ণ করতে পারেন নি ইমরান খান। ক্রমাগত চাপ প বিরোধীদের সমালোচনায় তিনি বাধ্য হন ক্ষমতা ত্যাগ করতে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর