ভারত চীন সীমান্ত বিবাদের ঝড় আছড়ে পড়ল আমেরিকায়! নিউইর্কের রাস্তায় চলল বয়কট চায়না অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সীমান্ত বিবাদের ঝড় এবার আমেরিকায় (USA) আছড়ে পড়ল। নিউইর্কের (New York) রাস্তায় নেমে শয়ে শয়ে ভারতীয় বংশদ্ভুতরা চীনের বিরুদ্ধে সরব হল। শুধু ভারতীয় বংশদ্ভুতরাই না, চীনের বিরুদ্ধে এই অভিযানে তিব্বত আর তাইওয়ানের মানুশেরাও রাস্তায় নামল।

শুক্রবার একদিকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই লাদাখ সফরে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের মনোবল বাড়ালেন। তখন আরেকদিকে আমেরিকার নিউইর্কে চীনের বিরুদ্ধে বড়সড় প্রদর্শন হয়ে গেলো। নিউইর্কের টাইমস স্কয়ারে ভারতীয়-আমেরিকান বংশদ্ভুত, তিব্বতের বংশদ্ভুত আর তাইওয়ান-আমেরিকান বংশদ্ভুতরা চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রদর্শনকারীরা মানুষের কাছে চীনের পণ্য বহিষ্কার করার আবেদন করেন। এর সাথে সাথে ওনারা বয়কট চাইনারও স্লোগান দেন। প্রদর্শনকারীরা চীনের সাথে সমস্ত ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন। এর সাথে সাথে তিব্বতের পূর্ণ স্বাধীনতারও দাবি তোলেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর