লাগবেনা কোনো খরচ! নিশ্চিন্তে ব্যবহার করুন যত খুশি ইন্টারনেট, সরকার দিচ্ছে Free Wi-Fi

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) সাধারণ মানুষের সুবিধার্থে সরকার প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ। সেই রেশ বজায় রেখেই, সরকার কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস (PM-WANI) প্রকল্পের অধীনে, সারা দেশে সর্বজনীন স্থানে বিনামূল্যে Wi-Fi সুবিধা প্রদান করা হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া মিশনকে এগিয়ে নিয়ে যেতে দেশের প্রতিটি নাগরিকের কাছে ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য।

এই প্রকল্পের সুবিধা: এই প্রকল্পের একাধিক সুবিধা রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল-
বিনামূল্যে ইন্টারনেট: এই প্রকল্পের অধীনে, আপনি বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেলস্টেশন, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক এবং সরকারি অফিসে বিনামূল্যে Wi-Fi ব্যবহার করতে পারবেন।

Use as much internet as you want, the government is providing Free Wi-Fi.

হাই স্পিড: PM-WANI প্ল্যান উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করে। যা আপনাকে ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেমিং কোনো বাধা ছাড়াই উপভোগ করতে সক্ষম করে।
সুবিধা: PM-WANI স্কিম ব্যবহার করা খুবই সহজ। আপনাকে কেবল আপনার স্মার্টফোন বা ল্যাপটপে “PM-WANI” নামের Wi-Fi নেটওয়ার্ক নির্বাচন করতে হবে এবং তারপরে আপনার অনুমতির জন্য একটি OTP লিখতে হবে৷
নিরাপদ: PM-WANI স্কিম একটি নিরাপদ Wi-Fi নেটওয়ার্ক প্রদান করে। যা আপনার ডেটা নিরাপদে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: ক্রিকেট ম্যাচে হবে না টস! পাল্টে যাচ্ছে আরও একাধিক নিয়ম, বড় পদক্ষেপের পথে BCCI

কিভাবে PM-WANI স্কিম ব্যবহার করবেন: প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপে Wi-Fi সেটিংস ওপেন করে “PM-WANI” নামে ওয়াই-ফাই নেটওয়ার্ক নির্বাচন করুন। তারপরে আপনি একটি OTP পাবেন। যা আপনাকে অনুমতির জন্য লিখতে হবে। একবার আপনি অনুমতি দিলেই বিনামূল্যে Wi-Fi ব্যবহার শুরু করতে পারেন।

আরও পড়ুন: নারকেলের খোলই পাল্টে দিল জীবন! চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতেই কোটিপতি হলেন মারিয়া

এইখানে জানুন PM-WANI প্রকল্প সম্পর্কে আরও তথ্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি PM-WANI স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট https://pmwani.gov.in/ থেকে এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে পারেন দেখতে পারেন। এছাড়াও আপনি PM-WANI প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য 1800-266-6666 নম্বরে কল করতে পারেন। PM-WANI প্রকল্প ভারতে ডিজিটাল অন্তর্ভুক্তির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পটি দেশের নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী এবং সহজ অ্যাক্সেস প্রদানের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য আর্থ-সামাজিক সুযোগের সাথে সংযোগ স্থাপনে দেশের জনগণকে সহায়তা করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর