শীতকালে বাড়িতে লাগিয়ে নিন এই বাল্ব, নিজের আলোতেই ঘরকে করে দেবে গরম, দাম মাত্র এত টাকা

বাংলাহান্ট ডেস্ক: দেশের শীতের প্রবেশ ঘটে গিয়েছে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় থার্মোমিটারের পারদ নিম্নমুখী। শীতকাল এলেই মানুষ বিভিন্ন উপায়ে নিজেদের গরম রাখার চেষ্টা করেন। তাই পাল্লা দিয়ে বেড়ে যায় এমন পণ্যের চাহিদা। এমনই একটি জিনিস হল ইনফ্রারেড বাল্ব (Infrared Bulb)। এই বাল্বের সাহায্যে কেবল ঘর আলোই হবে না, গরমও হবে। 

\ইনফ্রারেড বাল্ব লাল রঙের আলো দিয়ে থাকে। তবে এটি কেবলমাত্র ঘর আলোকিত করার কাজে ব্যবহার করা হয় না। সাধারণ বাল্ব জ্বালালে শুধুমাত্র ঘর আলোকিত হয়। তবে এই বাল্ব জ্বালালে ঘর আলোকিত হওয়ার পাশাপাশি গরমও হয়। তাই এটি বিশেষত শীতকালেই ব্যবহার করা হয়ে থাকে। 

infrared bulb room

এর বিশেষত্বের কারণে এটিকে ‘চিটিং বাল্ব’ও বলা হয়ে থাকে। তার কারণ এটি আলোর থেকেও বেশি তাপ উৎপাদন করে। শীতের সময় ঘর গরম রাখতে এই বাল্ব অনায়াসে ব্যবহার করা যেতে পারে।   

ইনফ্রারেড বাল্ব আসলে একটি ছোট রুম হিটার। একটি রুম হিটার যেভাবে কাজ করে, এই বাল্বটিও একইভাবে কাজ করে। তাই শীতকালে রুম হিটার ব্যবহার না করে এই বিকল্পটিও ব্যবহার করে দেখতে পারেন। 

infrared bulb   

এই বাল্ব অনলাইন এবং অফলাইন দু’জায়গাতেই পাওয়া যায়। একটি সাধারণ বাল্বের দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে হয়। কিন্তু একটি ইনফ্রারেড বাল্বের দাম ৩৮০ টাকা অবধি হতে পারে। এটি হয় লাল রঙের এবং সাধারণ বাল্বের থেকে অন্যরকম দেখতে। এটার সাহায্যে আপনি সহজেই আপনার ঘর গরম রাখতে পারেন। 


Subhraroop

সম্পর্কিত খবর