বাংলা হান্ট ডেস্কঃ জীবনে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হয়। আজ আমরা এমনই এক একগুঁয়ে ব্যক্তির পরিশ্রম সম্পর্কে বলতে যাচ্ছি, যিনি সাফল্য অর্জনের জন্য সবটুকু করেন। তাঁর চেষ্টার কারণে সেই ব্যক্তি শুধু দারিদ্রতা থেকে মুক্তি পাননি, বরং কঠোর পরিশ্রম করে আইএএস অফিসার হতেও সফল হন। জেনে নেওয়া যাক আইএএস নিরঞ্জন কুমারের গল্প, যিনি বর্তমানে হাজারো তরুণের অনুপ্রেরণা।
নিরঞ্জন কুমার বিহারের নওয়াদা জেলার একটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় সে তাঁর বাবা অরবিন্দ কুমারকে তামাক এবং খৈনির একটি ছোট দোকান চালাতে দেখতো। অরবিন্দ তার দোকান থেকে প্রতি মাসে যা আয় করতেন, তাতে কোনোমতে চালাতে হত।
নিরঞ্জনও মাঝে মাঝে বাধ্য হয়ে বাবার দোকানে বসতেন, কিন্তু করোনার কারণে বাবার দোকান বন্ধ হয়ে যায়। যার কারণে পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে হয় এবং বাবার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়ে। নিরঞ্জনের বাবা অরবিন্দ ছেলের ভালো চাইতেন তাই দোকান বন্ধ হয়ে গেলেও ছেলের পড়ালেখা চালু রাখেন। নিরঞ্জন 2004 সালে মাধ্যমিক পাশ করে 2006 সালে বিজ্ঞান কলেজ পাটনা থেকে HS পাশ করেন।
এর পরে নিরঞ্জন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে এবং 2011 সালে ধানবাদে কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে সহকারী ম্যানেজারের চাকরি পান। সেখানে 6 বছর কাজ করার পর বড় লক্ষ্যের উদ্দেশ্যে UPSC-এর জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। 2017 সালে প্রথমবারের জন্য UPSC পরীক্ষা দিয়েছিলেন, যেখানে তিনি 728 তম স্থান পেলেও 2020 সালে আবার UPSC পরীক্ষা দেন, যাতে তিনি 535 তম স্থান পান। এর পরে সব চ্যালেঞ্জ এর মোকাবিলা করে আইএএস পদ অর্জন করেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা