সুন্দরবনের বিধবাদের সমস্যা দূর করতে আসছেন ঋদ্ধি, জুটি বাঁধবেন ঊষসীর সঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন পর আবার ক্যামেরার সামনে ঊষসী রায় (Ushasi Roy)। ছোটপর্দায় বকুল, কাদম্বিনীর চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। তবে কাদম্বিনী হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। এবার ফের লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন ঊষসী। তবে এবারে আর সিরিয়াল নয়, ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।

জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই এর নতুন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’এ মুখ্য চরিত্রে রয়েছেন ঊষসী। তাঁর বিপরীতে এই প্রথম বার দেখা যাবে ঋদ্ধি সেনকে (Riddhi Sen)। ইতিমধ্যেই নিজেদের চরিত্রের প্রথম লুক প্রকাশ্যে এনেছেন ঊষসী। সিরিজে তাঁকে দেখা যাবে এক বিধবা যুবতীর চরিত্রে। সাদামাটা শাড়ি ব্লাউজ, মেকআপহীন মুখ, সর্বাঙ্গে বৈধব্যের সাজ নিয়ে প্রথম বারেই নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর চরিত্রের নাম পার্বতী।

অন্যদিকে ঋদ্ধিকে প্রথম লুকে ধূসর প্যান্ট, লাল শার্টের উপরে কালো হাতকাটা সোয়েটার পরে দেখা গিয়েছে। সাইকেল চালাতে চালাতেই অন্যমনস্ক তিনি। ঋদ্ধি এখানে কিঙ্করের চরিত্রে। এই প্রথম বার ঋদ্ধি ঊষসীর জুটি নিয়ে আসছেন পরিচালক কোরক মুর্মূ।

মেধাবী ঋদ্ধি ওরফে কিঙ্করকে ‘বিদ্যাসাগর’ হিসাবেই দেখে তার পরিবারের লোকজন। তাদের আশা মুখ উজ্জ্বল করবে ছেলে। কিন্তু কিঙ্কর ব্যর্থ হলে সকলের কাছেই হাসি পাত্র হয়ে ওঠে। তখনি তার শিক্ষকের পরামর্শে কাজ নিয়ে সুন্দরবনের কুমিরখালী দ্বীপে এসে পড়ে সে। ওই দ্বীপের বিধবাদের সমস্যার সমাধান করতে দেখা যাবে কিঙ্করকে।

https://www.instagram.com/p/CaWwMf5vN0V/?utm_medium=copy_link

উল্লেখ্য, এর আগে ‘হইচই’ এরই ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’ এও দেখা গিয়েছিল ঊষসীকে। এছাড়া ঋদ্ধির বিপরীতে আরো একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। যদিও সেই সিরিজের নাম বা মুক্তির তারিখ কোনোটাই এখনো প্রকাশ্যে আসেনি।

সম্পর্কিত খবর

X