বাংলাহান্ট ডেস্ক: রামায়ণ এবং মহাভারত (Mahabharat) মহাকাব্য নিয়ে কম সিনেমা, সিরিয়াল তৈরি হয়নি। এমনকি অ্যানিমেটেড রূপেও এসেছে রাম, সীতা, কৃষ্ণের মতো পৌরাণিক চরিত্ররা। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, বলিউডে নাকি আবারো মহাভারত নিয়ে তৈরি হতে চলেছে বড় প্রোজেক্ট। কারা কারা সেখানে অভিনয় করবেন তা এখনো ঠিক জানা যায়নি অবশ্য।
এদিকে টলিউডেও মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদীকে নিয়ে তৈরি হচ্ছে ছবি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রুক্মিনী মৈত্র। তবে কখনো ভেবে দেখেছেন, স্বর্ণযুগের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যদি মহাভারত তৈরি হত তাহলে কে কোন চরিত্রে অভিনয় করতেন?
প্রিয় তারকাকে কোনও পছন্দসই চরিত্রের সঙ্গে মিলিয়ে দেওয়ার ঘটনা এখন প্রায়ই চোখে পড়ে। সম্প্রতি পরিচালক অনিকেত মিত্র AI এর সাহায্যে বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের মহাভারতের পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে মাধবী মুখোপাধ্যায়, সুচিত্রা সেনরা কাকে কোন চরিত্রে ভেবেছেন তিনি?
অর্জুন– মহানায়ক উত্তম কুমারকে মহাভারত তথা কুরুক্ষেত্রের অন্যতম মহানায়ক অর্জুনের ভূমিকায় ভেবেছেন অনিকেত।
যুধিষ্ঠির– এই চরিত্রে অভিনেতা বিকাশ রায়কে কল্পনা করেছেন তিনি।
দুর্যোধন– সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুর্যোধন চরিত্রের লুক ‘ঝিন্দের বন্দী’র খলনায়ককে মনে করিয়ে দেন।
কর্ণ– অভিনেতা শমিত ভঞ্জকে কর্ণের আদলে ভেবেছেন অনিকেত।
কৃষ্ণ– আরেক জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে কৃষ্ণের চরিত্রে।
ভীষ্ম– কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসকে ভীষ্ম রূপে কল্পনা করেছেন পরিচালক। এই লুকে বেশ মানিয়েছে অভিনেতাকে।
গঙ্গা– শর্মিলা ঠাকুরকে মা গঙ্গার ভূমিকায় অনবদ্য দেখাচ্ছে। বাংলা তথা হিন্দি সিনেমার প্রবীণ অভিনেত্রীকে এই বিশেষ রূপে কল্পনা করেছেন অনিকেত।
কুন্তী– পঞ্চপাণ্ডবদের মায়ের চরিত্রে কিংবদন্তি ছায়া দেবীকে দেখানো হয়েছে। তবে অনেকের মতে কুন্তীকে একটু বেশিই বৃদ্ধা রূপে কল্পনা করা হয়েছে এখানে।
দ্রৌপদী– দ্রৌপদীর সৌন্দর্যের সঙ্গে যেন মাধবী মুখোপাধ্যায়ের রূপটাই একেবারে মানানসই। চোখ ফেরানো যাচ্ছে না তাঁর দিক থেকে।
শকুনি– পাশা খেলায় চৌখশ কুটিল শকুনি মামার ভূমিকায় চমকে দিয়েছেন সন্তোষ দত্ত।
ধৃতরাষ্ট্র– কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তকে মহারাজ ধৃতরাষ্ট্রের রূপ দিয়েছেন অনিকেত।
অভিমন্যু– অর্জুন পুত্র বীর অভিমন্যু রুপে ধৃতিমান চট্টোপাধ্যায়কে কল্পনা করা হয়েছে।
একলব্য– কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, কৌতুক চরিত্রে যাঁর জুড়ি মেলা ভার ছিল, তাঁকে একলব্য হিসেবে ভেবেছেন অনিকেত।
অশ্বত্থামা– গায়ক অভিনেতা কিশোর কুমারকেও বেশ মানিয়েছে অশ্বত্থামার ভূমিকায়।
চিত্রাঙ্গদা– মহানায়িকা সুচিত্রা সেনকে অর্জুন জায়া চিত্রাঙ্গদা রূপ দিয়েছেন পরিচালক অনিকেত।
সত্যবতী– সুপ্রিয়া দেবীকে তিনি ভেবেছেন সত্যবতী রূপে।