বিনিয়োগের মামলায় ভারত সেরা উত্তরপ্রদেশ, দ্বিতীয় গুজরাট! কত নম্বরে বাংলা? চমকে দেবে তালিকা

বাংলা হান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) একটি সমীক্ষায় বলা হয়েছে ২০২২-২৩ সালে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সর্বাধিক সংখ্যক ব্যাঙ্ক-সহায়ক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এই অর্থবর্ষে মোট বিনিয়োগ প্রস্তাবের অর্ধেক মাত্র পাঁচটি রাজ্য পেয়েছে যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ এবং গুজরাট (Gujarat)। কেরালা এবং আসাম বিনিয়োগ প্রাপ্ত রাজ্যগুলির তালিকায় সবচেয়ে নীচে রয়েছে।

সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব পাওয়া পাঁচটি রাজ্য হল যথাক্রমে উত্তরপ্রদেশ, গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র এবং কর্ণাটক। চলতি অর্থবর্ষে এই তালিকায় নীচে থেকে পাঁচটি রাজ্য রয়েছে – যথাক্রমে আসাম, গোয়া, কেরালা, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ। যেখানে, বিহার রয়েছে নীচে থেকে সপ্তম স্থানে।

yogi adityanath

 

উত্তর প্রদেশের ৪৫ প্রকল্পের জন্য ৪৩১৮০ কোটি টাকা পেয়েছে। এটি মোট বিনিয়োগ সহায়তার ১৬.২ শতাংশ। গুজরাট পেয়েছে ৩৭৩১৭ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ১৪ শতাংশ। ওড়িশা পেয়েছ মোট বিনিয়োগের ১১.৮ শতাংশ, মহারাষ্ট্র ৭.৯ শতাংশ এবং কর্ণাটক ৭.৩ শতাংশ পেয়েছে। এই পাঁচটি রাজ্য পেয়েছে মোট বিনিয়োগের ৫৭.২ শতাংশ অর্থ। রিপোর্টার বলছে এই পাঁচটি রাজ্য পেয়েছে ২০১৭০০ কোটি টাকা।

বিনিয়োগ তালিকায় সর্বনিম্ন রাজ্যগুলির কথা বলতে গেলে প্রথমেই আসে আসামের কথা। তারপর একে একে গোয়া, কেরালা, হরিয়ানা রয়েছে এই তালিকায়। এই রাজ্য গুলি মোট বিনিয়োগ প্রকল্পের মাত্র ০.৭ শতাংশ, গোয়া ০.৮ শতাংশ, কেরালা ০.৯ শতাংশ এবং হরিয়ানা মাত্র ১ শতাংশ পেয়েছে। বিহারের অংশ মোট প্রকল্প ব্যয়ের ১.৭ শতাংশে পেয়েছিল।

আরও পড়ুন : হিন্দু মেয়ের সঙ্গে প্রেম-বিয়ে! মুসলিম যুবকের বাবা-মা’কে পিটিয়ে হত্যা তরুণীর পরিবারের

২০২২-২৩ সালে মোট ৫৪৭টি প্রকল্প ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সাহায্য পেয়েছে। এই অর্থবর্ষে মোট ২৬৬৫৪৭ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগের আর্থিক বছরের তুলনায় ২০২২-২৩ সালে আরও ১৪৬টি বেশি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলির ব্যয় ছিল প্রায় ১.৪২ লক্ষ কোটি টাকা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর