অযোধ্যায় সন্ত্রাসী হামলার ছক! রাম মন্দির উদ্বোধনের আগে থেকে ধৃত ৩, রয়েছে খলিস্তানি যোগ

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই মহা সমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Mandir)। একদিকে যেখানে সারা দেশের মানুষ মন্দির উদ্বোধনের আনন্দে মাতোয়ারা অন্যদিকে সন্ত্রাসীরা ব্যস্ত বড়সড় হামলার ছক কষতে। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার মোট তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, এই তিন ধৃতের সঙ্গে খলিস্তানি (Khalistani) যোগসূত্র খুঁজে পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

বিগত কয়েকদিন ধরেই এক খলিস্তানি নেতার ভিডিও মেসেজ ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওর এই অডিওটি খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের। এই অডিও বার্তার মাধ্যমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দিয়েছেন তিনি। তার কথায়, আগামী ২২ জানুয়ারি যা হবে তার জন্য দায়ি থাকবেন যোগী আদিত্যনাথ।

অডিও বার্তাটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে উত্তর প্রদেশ পুলিশ‌। অডিও বার্তায় গ্রেফতার হওয়া ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের দুই সদস্যের কথা উল্লেখ থাকায় পুলিশের সন্দেহ হয় এতে খলিস্তানি যোগ থাকলেও থাকতে পারে। এরপরেই তদন্তে তিন ব্যক্তির নাম উঠে আসে। এই তিনজনই রাজস্থানের বাসিন্দা এবং তারা হলেন যথাক্রমে শংকর দুস্সাদ ওরফে শংকর জাজোড়, অজিত কুমার শর্মা এবং প্রদীপ পুনিয়া।

আরও পড়ুন : সানিয়ার সাথে বিচ্ছেদ হতে না হতেই ঘরে আনলেন তৃতীয় বউ! নিজের বিয়ের খবর দিলেন খোদ শোয়েব

পুলিশ সূত্রে খবর, এই তিনজনের সাথে খলিস্তানি যোগ রয়েছে। কানাডায় বসবাসকারী অস্ত্র পাচারকারী লখবীর সিং সান্ধুর মাধ্যমে শংকর এবং পান্নুনের পরিচয় হয়। তারা যে গাড়িতে করে অযোধ্যায় এসেছিল সেই গাড়ির রেজিস্ট্রেশন, তাদের ফোনের সিমকার্ড এই সবকিছুই ছিল ভুয়ো। এমনকি শংকরের তো ৭ বছরের জেল হেফাজতের রেকর্ডও রয়েছে।

আরও পড়ুন : দিঘা যাওয়ার আগে জেনে নিন এই নয়া নিয়ম, না মানলেই খেয়ে যাবেন নোংরা কেস

সাল ২০১৬ তে তার জেল হয়। গত বছরের মে মাসে ছাড়া পায় সে। যদিও জেলে থাকাকালীনই তার পরিচয় হয় খলিস্তানি বিচ্ছিনতাবাদী সংগঠনের সঙ্গে। যোগসূত্র ছিল মৃত গ্যাংস্টার রাজেন্দর জাঠের সাথেও। এমন এক নামজাদা দুস্কৃতির অযোধ্যায় উপস্থিতিকে খুব একটা ভালো চোখে দেখছেনা গোয়েন্দা সংস্থাগুলি। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নাকি চেকিং।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর