মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড, জলের তোড়ে ভেসে গেল একাধিক ঘর বাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড (uttarakhand)। তেহরি জেলার দেবপ্রয়াগের (Devaprayag) গোটা এলাকা বৃষ্টির জলের তোড়ে তছনছ হয়ে গেল। তলিয়ে গেল বহু দোকান, বাড়ি ঘরও। করোনা আবহে পর্যটক সংখ্যা খুবই সামান্য থাকায়, বড় প্রাণহানির থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এখনও অবধি এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে ফোন করে বিপর্যয়ের খবর নিয়ে, কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই তাঁদের কাজ শুরু করে দিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে বারবার দেবভূমি এভাবে প্রাকৃতিক রোষের শিকার হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা পাহাড় কেটে বসতি, বৃক্ষচ্ছেদন, বেআইনি নির্মাণকেই দায়ি করেছেন।

দেবপ্রয়াগের স্টেশন হাউস অফিসারের কথায়, মঙ্গলবার সকাল থেকেই তেহরির জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। কিন্তু বিকেল ৫ টা নাগাদ আচমকাই তা মেঘ ভাঙা বৃষ্টিতে পরিণত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের উপর থেকে বেগে জল নেমে আসতে থাকে।

বিকেল ৫ টা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টিতে আচমকাই ভয়ঙ্কর ধারণ করে সান্তা নদী। জলের গতি এতোটাই বেশি ছিল যে, নিমেষেই জলের তোড়ে ভেসে চলে যায় একাধিক ঘরবাড়ি-দোকানপাট। দেবপ্রয়াগের বাজারে হঠাৎই মেঘ ভাঙা বৃষ্টি এমনকি ধসও নামে। এই প্রাকৃতিক বিপর্যয়ে আইআইটির একটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়। আবারও সর্বস্ব হারিয়ে প্রাকৃতিক রোষের স্বীকার উত্তরাখণ্ডের মানুষজন। সেই সময়কার পাওয়া একটি ভিডিওতে দেখা যায় কিভাবে জলের তোড়ে ভেসে চলে যাচ্ছে ঘর বাড়ি, দোকানপাট।


Smita Hari

সম্পর্কিত খবর