ইতিহাসের সাক্ষী হলেন বৈভব সূর্যবংশী! ইংল্যান্ডে ৩৪ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙল ভারত

Published on:

Published on:

Vaibhav Suryavanshi became a witness to history.

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আবারও ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। এবার তিনি ৩৪ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙার সাক্ষী হলেন। মূলত, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবার যে রেকর্ড ভেঙেছে সেটি বৈভবের জন্মের (২০১১ সাল) ২০ বছর আগে তৈরি হয়েছিল। অর্থাৎ, ১৯৯১ সালে তৈরি সেই রেকর্ডটি এখন ভেঙে দিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলেরই অন্যতম সদস্য হলেন বৈভব। মূলত, ওই ওয়ার্ল্ড রেকর্ডটি ইয়ুথ টেস্টে সর্বোচ্চ মোট রানের সঙ্গে সম্পর্কিত। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ইতিহাসের সাক্ষী হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইংল্যান্ডে বৈভব সূর্যবংশী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের মেন্স সিনিয়র এবং মহিলা দলের মতো অনূর্ধ্ব-১৯ দলও ইংল্যান্ড সফরে রয়েছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ওই দলেরই অন্যতম একজন। ভারতীয় দল ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একটি ODI সিরিজ দিয়ে তাদের সফর শুরু করেছিল। ৫ ম্যাচের ODI সিরিজটি ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৩-২ ব্যবধানে জিতেছে। যেখানে বৈভব সূর্যবংশী ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি সর্বাধিক রান করেছিলেন।

Vaibhav Suryavanshi became a witness to history.

৩৪ বছরের পুরনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার সাক্ষী হলেন বৈভব: ভারত এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এখন ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলা হচ্ছে। যার প্রথম ম্যাচটি গত ১৫ জুলাই শেষ গিয়েছে। বেকেনহ্যামে খেলা প্রথম ৪ দিনের ইউথ টেস্টটি ড্র হয়েছে। কিন্তু এই টেস্টেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মাধ্যমে ৩৪ বছরের পুরনো একটি বিশ্বরেকর্ড ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: ১ দশক পেরিয়ে গেলেও পুলিশ পায়নি তথ্য প্রমাণ! কড়েয়ায় গণধর্ষণকাণ্ডে বেকসুর খালাস ৩ অভিযুক্ত

ভাঙল ১৯৯১ সালের রেকর্ড: বেকেনহ্যামে ভারত এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে সম্পন্ন হওয়া প্রথম ইউথ টেস্টে, উভয় দল মোট ১৫ টি ছক্কার সাহায্যে ১,৪৯৭ রান করে। যা একটি নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। ওই টেস্টে ভারতের অনূর্ধ্ব ১৯ দল উভয় ইনিংসে ১০ টি ছক্কা সহ ৭৪৮ রান করে। যেখানে ইংল্যান্ড ৫ টি ছক্কা সহ করে ৭০৯ রান। ভারতের ৭৪৮ রানে বৈভব সূর্যবংশীর অবদান ছিল ৭০ রান। যা তিনি ১২ টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে করেছিলেন।

আরও পড়ুন: “উন্নয়নের জীবন্ত কিংবদন্তি…”, নবদ্বীপে মমতাকে “প্রতিশ্রুতিশীল প্রধানমন্ত্রী” হিসেবে দাবি, শুরু রাজনৈতিক তরজা

১৯৯১ সালে চেমসফোর্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে সম্পন্ন হওয়া একটি ইউথ টেস্ট ম্যাচে ১,৪৩০ রান হয়েছিল। যেই রেকর্ড ৩৪ বছর পর ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ভেঙেছে। সবথেকে অবাক করা বিষয় হল, ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ইউথ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ ৫ টি ম্যাচের প্রতিটিতে অংশ নিয়েছে।