বাংলা হান্ট ডেস্ক: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) IPL ২০২৫-এর পর ইংল্যান্ডেও নিজের দাপট দেখাচ্ছেন। ইংল্যান্ড সফরে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অংশ। এমতাবস্থায়, ইংল্যান্ডের মাটিতেও তাঁর ব্যাট থেকে দ্রুত গতিতে রান আসছে। বৈভব তাঁর অসাধারণ ফর্ম অব্যাহত রেখে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-তে ৩১ বলে ৮৬ রান করে বিধ্বংসী ইনিংস উপহার দেন।

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ইনিংসে তিনি (Vaibhav Suryavanshi) ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন। যা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের করা দ্বিতীয় দ্রুততম ফিফটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি, বৈভব সূর্যবংশীও তাঁর ওই ইনিংসের মাধ্যমে ইতিহাস তৈরি করতেও সক্ষম হয়েছেন। তিনি ৮৬ রানের ইনিংসে ৯ টি ছক্কা মারেন। যার ওপর ভর করে বৈভব এখন অনূর্ধ্ব-১৯ ODI-তে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন।
এদিকে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) অনূর্ধ্ব-১৯-এ এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার নিরিখে টেক্কা দিয়েছেন রাজ বাওয়াকেও। যিনি ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে ৮টি ছক্কা মেরেছিলেন। বাওয়া ছাড়াও, ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মনদীপ সিং একই সংখ্যক ছক্কা মারেন।
Vaibhav Suryavanshi Can Be Next Big Thing In Indian Cricket. He is showing his class for India U19 against England U19.
1st Match: 48
2nd Match: 45
3rd Match: 86
4th Match: 100 ???? pic.twitter.com/cOjGRcKejs— Anil Kumar (@Anilkumarsports) July 3, 2025
ইউথ ODI ইনিংসে ভারতের অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়ের সর্বোচ্চ ছক্কা:
৯ – বৈভব সূর্যবংশী, ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২৫*)
৮ – রাজ বাওয়া, উগান্ডার বিরুদ্ধে (২০২২)
৮ – মনদীপ সিং, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০০৯)
৭ – অঙ্কুশ বেইনস, জিম্বাবোয়ের বিরুদ্ধে (২০১৩)
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের জগতে ঝড় তুললেন আম্বানি, লঞ্চ হল নতুন স্কিম
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ১৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ড সফর শুরু করেন। তাঁর ইনিংসের ওপর ভর করেই টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ জয়ে সফল হয়। এদিকে দ্বিতীয় ম্যাচেও বৈভব ৩৫ বলে ৪৫ রান করেছিলেন। কিন্তু সেই ম্যাচে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়। দু’বারই ভালো শুরু করার পরও বৈভব বড় স্কোর করতে পারেননি। কিন্তু, তৃতীয় ODI-তে তিনি ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন
আরও পড়ুন: এবার খেলাধুলাতেও সাফল্যের শিখরে পৌঁছবে ভারত! লক্ষ্য নির্ধারণ করে বড় পদক্ষেপ নিল মোদী সরকার
বৃষ্টিবিঘ্নিত ও ম্যাচে ইংল্যান্ড ভারতের জন্য ৪০ ওভারে ২৬৯ রানের লক্ষ্য রেখেছিল। বৈভবের (Vaibhav Suryavanshi) ঝোড়ো ইনিংসের ওপর ভর করে, টিম ইন্ডিয়া মাত্র ৮ ওভারে ১১১ রান করে। ভারত ৩৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে এই স্কোর অর্জন করে এবং ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।