ক্রিকেটের ময়দান থেকে রাষ্ট্রপতি ভবন! ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী পেলেন ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’

Published on:

Published on:

Vaibhav Suryavanshi received PM Rashtriya Bal Puraskar.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের ময়দানে নিজের দক্ষতা এবং দাপট বারংবার প্রদর্শন করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এবার তিনি আরও একটি নজির গড়লেন। বৈভব এবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন। এদিকে, রাষ্ট্রপতির কাছ থেকে এই বিশেষ পুরস্কার পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) পেলেন ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’:

জানিয়ে রাখি যে, ৫ থেকে ১৮ বছর বয়সীদের অসাধারণ বীরত্বপূর্ণ কর্মকাণ্ড এবং অনন্য প্রতিভার জন্য ভারত সরকার কর্তৃক প্রদত্ত ক্রীড়া বিভাগে এই পুরস্কার পেয়েছেন বৈভব। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বৈভবের খেলার প্রতি অনুরাগ এবং তাঁর কঠোর পরিশ্রম জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। ওই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈভব সহ প্রত্যেক পুরস্কার বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনার ক্ষেত্রে তাঁদের অনুপ্রাণিত করেন।

 Vaibhav Suryavanshi received PM Rashtriya Bal Puraskar.

বিজয় হাজারে ট্রফি চলাকালীন সম্মানিত: এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণের জন্য বৈভবকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও, দিল্লিতে অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি থেকে সরে আসতে হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ! তবুও, KKR-এ খেলবেন মুস্তাফিজুর? এবার উঠল নাইটদের বয়কটের ডাক

এদিকে, একজন খেলোয়াড়ের পক্ষে মাঠ ছেড়ে যাওয়া কখনই সহজ নয়। কিন্তু, এই জাতীয় স্তরের সম্মান বৈভবের কেরিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, এই পুরস্কার পাওয়ার আগেই বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ট্রফিতে সাম্প্রতিক রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন।

আরও পড়ুন: দুর্দান্ত রেকর্ড গড়েও বিজয় হাজারে ট্রফি থেকে বেরিয়ে গেলেন বৈভব সূর্যবংশী! সামনে এল কারণ

বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর এই দুর্ধর্ষ ইনিংস পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে এত কম বয়সে এই বিপুল স্কোর অর্জন একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই আবহে ভারত সরকারের কাছ থেকেও প্রশংসা পেলেন বৈভব।