বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের শেষেও বিশ্বের ক্রিকেট অনুরাগীদের জন্য বড় চমক রয়েছে। কারণ, ভারত ও পাকিস্তান সহ ৮ টি এশীয় দল এবার একটি বড় টুর্নামেন্ট অংশ নিতে চলেছে। যেই কারণে ক্রিকেট অনুরাগীরা অত্যন্ত উৎসাহিত। মূলত, আগামী ১২ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে ACC মেন্স U19 এশিয়া কাপ (2025 ACC Under-19 Asia Cup) ২০২৫ শুরু হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় ও, আগামী বছরের ICC মেন্স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কারণেই আয়ুষ মাত্রের নেতৃত্বে, ভারতীয় দল জয় দিয়ে তাদের অভিযান শুরু করতে চাইবে।
শুরু হতে চলেছে ACC মেন্স U19 এশিয়া কাপ (2025 ACC Under-19 Asia Cup):
এদিকে, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে, ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) মুখোমুখি হবে। জানিয়ে রাখি যে, ভারতীয় দলে বৈভব সূর্যবংশী এবং বিহান মালহোত্রার মতো তারকা ব্যাটাররা রয়েছেন। যাঁরা যেকোনও দলের বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন। এদিকে, বৈভব টিম ইন্ডিয়ার একজন উদীয়মান তারকা ব্যাটার। গত মাসে এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। যেখানে বৈভব ১১ টি চার এবং ১৫ টি ছক্কা মেরেছিলেন। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীরা ফের তাঁর কাছ থেকে সেইরকমই বিস্ফোরক ইনিংসের প্রত্যাশা করছেন। উল্লেখ্য যে, ACC মেন্স U19 এশিয়া কাপে বিহান মালহোত্রা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
Most sixes. Zero fear & ♾️ power 💪🏻
How many more can he smash in the Asia Cup? 👀👇
Watch U19 #AsiaCup, starting December 12, LIVE on #SonyLIV and #SonySportsNetwork TV channels 📺 pic.twitter.com/2RhstuYeYv
— Sony LIV (@SonyLIV) December 10, 2025
IND বনাম UAE ম্যাচ:
তারিখ: ১২ ডিসেম্বর, ২০২৫
দিন: শুক্রবার
স্থান: ICC অ্যাকাডেমি গ্রাউন্ড, দুবাই
সময়: ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে খেলা
আরও পড়ুন: বেতন কমতে পারে রোহিত-বিরাটের! লাভবান হতে পারেন গিল, চলতি মাসেই বড় সিদ্ধান্ত BCCI-র
লাইভ স্ট্রিমিং ডিটেলস: ভারত এবং UAE-র মধ্যে U19 এশিয়া কাপ ২০২৫-এর প্রথম ম্যাচটি টিভিতে Sony Sports Network-এ দেখা যাবে। এছাড়াও, ক্রিকেট অনুরাগীরা Sony Sports Ten 1 SD and HD, Sony Sports Ten 3 SD and HD, এবং Sony Sports Ten 4 SD-তে ম্যাচটি দেখতে পারবেন। এছাড়াও, লাইভ স্ট্রিম Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটেও উপলব্ধ হবে।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন! সিনিয়র সিটিজেনদের জন্য বড় সুখবর
পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলন এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি. দীপেশ, হেনিল প্যাটেল, কিষাণ কুমার সিং, উদ্ধব মোহন এবং অ্যারন জর্জ
স্ট্যান্ডবাই খেলোয়াড়: রাহুল কুমার, হেমচোডেসান জে, বি কে কিশোর এবং আদিত্য রাওয়াত












