বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে রেলপথ (Indian Railways) সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিকভাবে রেলপথের আধুনিকীকরণ সম্পন্ন হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে বন্দে ভারতের (Vande Bahart Express) মতো অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সিকিমে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে জোরকদমে সেবক- রংপো রেললাইন তৈরির কাজ চলছে। এমতাবস্থায়, সিকিমেও বন্দে ভারতের চলার সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। যেটি পর্যটকদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর হিসেবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, এখন বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই সেবক-রংপো রেলপথ তৈরির কাজ চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের অগাস্ট মাসের মধ্যেই সিকিমের প্রথম রেল স্টেশন চালু হয়ে যেতে পারে। আর তারপরেই ধাপে ধাপে শুরু হতে পারে বন্দে ভারতের সফর।
এদিকে, যেহেতু সিকিমের রেল লাইন তৈরি হচ্ছে পাহাড়ি পথে সেই কারণে সুরক্ষার দিকটিতেও যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সুড়ঙ্গের মধ্য দিয়ে রেললাইনকে নিয়ে যাওয়া হবে। আর এইভাবেই পথে পড়বে একাধিক স্টেশন। এদিকে, এই রেলপথ শুরু হয়ে গেলে পর্যটকদের আর নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা অথবা শিলিগুড়িতে পৌঁছে বাসে বা গাড়িতে করে সিকিমে যেতে হবে না। বরং, এবার সরাসরি ট্রেনের মাধ্যমে সিকিমে পৌঁছে যাওয়া যাবে। যার ফলে লাভবান হবেন পর্যটকরা।
আরও পড়ুন: চিনের সাথে দূরত্ব বাড়িয়ে ভারতকে আপন করছে Apple! বিরাট ঘোষণা করলেন টিম কুক
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এইভাবে রেলপথের মাধ্যমে সরাসরি সিকিমের সাথে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ তৈরি হবে। এদিকে, গত বছর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সিকিমে বন্দে ভারতের পরিষেবা শুরু হবে। পাশাপাশি তিনি এই রেল লাইনের কাজ খতিয়ে দেখেছিলেন। যেটি প্রত্যক্ষ করার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: পেট চালাতে করতে হয়েছে ভিক্ষে! দু’চোখে “অন্ধকার” নিয়েই মাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেল প্রেমজিৎ
জানিয়ে রাখি যে, এই প্রকল্পে থাকছে প্রায় ১৪ টি টানেল। এছাড়াও রয়েছে ১৭ টি ব্রিজ। এই পথের মাধ্যমে নাথুলার সাথেও সংযোগ স্থাপন করা যাবে। তবে, বিভিন্ন কারণের জন্য বারংবার এই কাজ থমকে গেলেও প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর সিকিম থেকে গুয়াহাটি পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা। এমতাবস্থায়, বন্দে ভারতের নতুন এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই