জ্ঞানবাপী মসজিদে ASI-কে সমীক্ষার অনুমতি দিল বারাণসী আদালত! তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) শিবলিঙ্গ উদ্ধার নিয়ে বারাণসী (Varanasi) আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে (Supreme Court) করা মামলার শুনানি হল মঙ্গলবার। জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই মতো একটি বিশেষজ্ঞ দল মসজিদে সমীক্ষা চালিয়ে জলাশয় থেকে শিবলিঙ্গটি (Shiva Lingam) উদ্ধার করে বলে আদালতে জানায়। এদিনের শুনানিতে আদালত গোটা জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালানোর অনুমতি দেয় বলে খবর।

সমীক্ষায় জ্ঞানবাপী মসজিদের অন্দরে শিবলিঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি জানায় হিন্দুত্ববাদীরাও৷ অবশ্য তা মানতে রাজি নয় মুসলিম পক্ষের আইনজীবীরা৷ সমীক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি৷ সর্বোচ্চ আদালতে গৃহীত হয় মামলাটি৷ মঙ্গলবার, ১৬ মে মামলার শুনানি হয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে৷ এদিকে মুসলিম পক্ষের আবেদনকেও চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে হিন্দু সেনা। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা সুপ্রিম কোর্টে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির করা আবেদনকে খারিজ করে দেওয়ার আবেদন জানান।

   

gyanvapi mosque

সোমবার সকালে হিন্দুত্ববাদীরা দাবি করেন, মসজিদের অন্দরে একটি জলাশয়ে শিবলিঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে৷ আইনজীবী সুভাষনন্দন চতুর্বেদির দাবি, এ দিন সকালে জলাশয় থেকে জল বের করার সময় শিবলিঙ্গটি দেখতে পাওয়া যায়৷ যদিও সেটি শিবলিঙ্গ কি না, তা নিশ্চিত করেননি বারাণসীর জেলাশাসক কুশলরাজ শর্মা৷ তিনি বলেন, আদালত নিযুক্ত সমীক্ষক দলের কেউ মসজিদের অন্দরে সমীক্ষা নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি৷ সমীক্ষার তথ্য কেবল আদালতকে জানাতে বলা হয়েছে৷

অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি অবশ্য এই দাবির বিরোধিতা করেছে৷ কমিটির তরফে দুই আইনজীবী মিরাজুদ্দিন এবং অভয়নাথ যাদব জানান, ভুল তথ্য প্রচার করা হচ্ছে৷ মসজিদের অন্দরে শিবলিঙ্গ খুঁজে পাওয়া নিয়েও রাজনীতি শুরু হয়েছে৷ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটে লেখেন, বুদ্ধপূর্ণিমার দিন জ্ঞানবাপীতে নিজের অস্তিত্বের কথা বুঝিয়ে দিয়েছেন বাবা মহাদেব৷ পাল্টা টুইট করে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেন, জ্ঞানবাপী মসজিদ ছিল এবং শেষদিন পর্যন্ত মসজিদই থাকবে৷

সমীক্ষার সময় মসজিদের ভিডিয়োগ্রাফির দায়িত্বে ছিলেন গণেশ শর্মা৷ তিনি বলেন, সমীক্ষা নিয়ে আমাদের মুখ খোলা বারণ৷ শিবলিঙ্গ খুঁজে পাওয়া নিয়ে যে যা বলছে তার দায়িত্ব তাঁদের৷ আমি এটুকু বলতে পারি, সত্যের জয় হবে৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর