বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Narendra Modi) বারাণসীর (Varanasi) সফরের সুরক্ষা কর্মীদের থেকে একটি বড় ভুল হয়ে যায়। সেখানে এক সমাজবাদী পার্টির কর্মী কালো ঝাণ্ডা নিয়ে আচমকা প্রধানমন্ত্রী মোদী গাড়ির সামনে চলে আসে।
যদিও প্রধানমন্ত্রীর কনভয় বিনা কোন সমস্যায় সেখান থেকে বেরিয়ে যায়, আর কোন প্রকারের দুর্ঘটনাও ঘটেনি। এই ঘটনার পর শোনা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ওনার সুরক্ষায় থাকা পুলিশ আধিকারিক এবং অন্যদের উপর পদক্ষেপ নেওয়া হতে পারে।
জঙ্গমবাড়ি মথ থেকে অনুষ্ঠান শেষ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে। ওনার কনভয় দ্রুত গতিতে হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। আর সেই সময় সমাজবাদী পার্টির এক কর্মী আচমকা ওনার গাড়ির সামনে কালো পতাকা নিয়ে চলে আসে।
আচমকা সামনে আসা যুবককে বাঁচানোর জন্য ড্রাইভারকে লেন বদলাতে হয়। আর সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ির একদিকের চাকা রাস্তা থেকে নীচে নেমে যায়। এটি বড়সড় দুর্ঘটনা হতে পারত, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ড্রাইভারের চতুরতার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।