নতুন বাড়ি কিনতে চান? দেখুন SBI না HDFC ব্যাঙ্ক, কে দিচ্ছে কম সুদে হোম লোন

বাংলাহান্ট ডেস্ক : প্রতিটা মানুষের স্বপ্ন থাকে নিজের মনের মতো করে একটি সুন্দর বাড়ি বানানোর। তবে সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন হয়। আর সেই অনেক টাকা খুব সহজে যোগাড় করা অনেক মানুষের ক্ষেত্রে সব সময় সম্ভব না। সে জন্যই অনেক সময় চড়া  সুদে ব্যাংকের থেকে লোন নিতে বাধ্য হন সাধারণ মানুষ।

আরোও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিপুল শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি এই ব্যাঙ্কের, এভাবে করুন আবেদন

আবার অনেক মানুষের ইচ্ছা থাকলেও বাড়ি বানানোর স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। তবে যদি কম সুদে গৃহঋণ (Home Loan) পাওয়া যায় তাহলে বাড়ি তৈরি করার চেষ্টা সকলের মধ্যেই দেখা যাবে। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে দেশের চারটি গুরুত্বপূর্ণ ব্যাংক গৃহঋণের ক্ষেত্রে বিশেষ  সুদের ব্যবস্থা করেছে। আর সেই ব্যাংকগুলির মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় ব্যাংক আছে।

money home

SBI: ২২ শে নভেম্বর ২০২৩ সালে দেখা গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া সর্বশেষ হোম লোনের সুদের হার হল ৮.৬০ শতাংশ এবং ৯.৪৫ শতাংশ বার্ষিক। তবে এক্ষেত্রে লোন নিতে গেলে সঠিক হারে ঋণের পরিমাণ, মেয়াদ, ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর এবং নির্বাচিত হোম লোনের ধরন দেখেই হোম লোন নির্ভর করবে।

PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ হোম লোনের সুদের হার  ৮.৪০ শতাংশ থেকে ১০.৬০ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে।

আরোও পড়ুন : ‘OBC-র মধ্যে দিয়েই ৯৯ শতাংশ সংরক্ষণ…’, সংখ্যালঘু তোষণ নিয়ে বড় স্বীকারোক্তি মমতার?

HDFC : সর্বশেষ হোম লোনের সুদের হারের পরিসীমা প্রত্যেক বছর ৮.৫০ শতাংশ থেকে ৯.৪০ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে।

ICICI: এই ব্যাংকে সর্বশেষ হোম লোনের সুদের হার বার্ষিক ৯ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ পর্যন্ত।

sbi loans

প্রসঙ্গত ,ভারতে একটি ফ্লোটিং হোম  লোনের সুদের হার (Home Loan Interest Rate) একটি রেপো রেট-এর উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই রেট বা বেঞ্চমার্ক রেট সাধারণত ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করে থাকে যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতির ওপর ভিত্তি  করে বিভিন্ন কারণের জন্য পরিবর্তিত হয়ে থাকে ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর