এবার সহজেই লাখপতি হবেন আপনিও! ১০ হাজার দিয়ে শুরু করুন এই ব্যবসাগুলি, কামান মোটা টাকা

বাংলাহান্ট ডেস্ক : ধনী হতে কে না চায়! মূল্যবৃদ্ধির যুগে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে ধনী হওয়ার স্বপ্ন দেখা নিতান্তই বিলাসিতা। তবে এমন কিছু ব্যবসা রয়েছে যেখানে বিশাল কিছু বিনিয়োগের প্রয়োজন হয় না। মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Business) শুরু করা যায়। টিফিন সার্ভিস, আচার তৈরির ব্যবসা, ব্লগিং-এর কাজ শুরু করতেই পারেন।

বিভিন্ন ব্যবসার আইডিয়া (Business Idea)

ঘরে বসেই আয় করতে গেলে খুব ভালো ব্যবসা (Business) আচার তৈরি। প্রায় ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারলে, মাস গেলে ৩০ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র আচার তৈরি এবং বিক্রি করে। তাতে এক বছরে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। এই আচার অনলাইনে হোক কিংবা পাইকারি বাজার অথবা খুচরা বাজারে বিক্রি করা যেতেই পারে।

আরোও পড়ুন : Gold : পুজোর আগেই বড় খবর! সোনার দাম বাড়ল নাকি কমল? দেখুন আজকের রূপোর দর কত

যদি আপনি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে, ব্লগিং থেকেও ইনকাম করা সম্ভব। বড় পরিসরে ব্লগিং করতে চাইলে নিজের ব্লগ শুরু করতে হবে। নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রচারের জন্য রয়েছে প্রচুর প্লাটফর্ম। কয়েক মাসের মধ্যেই শুরু করতে পারবেন আয়। তবে সে ক্ষেত্রে লেখার ভাল দক্ষতা থাকতে হবে। আপনার লেখা ব্লগের মান যত বাড়বে, পাঠক সংখ্যাও তত বাড়বে। আসবে বিজ্ঞাপন। অর্থ উপার্জন (Income) হবে।

আরোও পড়ুন : ভুল UPI আইডি’তে টাকা পাঠিয়ে ফেলেছেন? চিন্তা নেই! এই উপায়ে ফেরত পাবেন সহজেই

স্বাস্থ্যের বিষয়ে মানুষ খুব একটা সচেতন না হলেও কিছু মানুষ সচেতন। তাই যোগব্যায়ামের ক্লাস শুরু করতেই পারেন। খুব দ্রুত বাড়ছে যোগ ব্যায়ামের ক্লাস করানোর চাহিদা। মাত্র ১০,০০০ টাকা দিয়ে ঘরে বসেও শুরু করা যেতে পারে যোগ ব্যায়ামের ক্লাস। প্রচুর ইনকাম করা যেতে পারে। কিছু টাকা লগ্নি (Investment) করে অ্যাপ তৈরি করে নিতে পারলে তো আরো ভালো। যত অ্যাপ ডাউনলোড হবে ইনকাম বাড়বে।

These 3 businesses will make you rich in the new year

 

রান্নাঘর থেকে শুরু করতে পারেন টিফিন পরিষেবা। ৮ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Business) করা যায়। আজকাল প্রচারের জন্য প্রচুর মাধ্যম রয়েছে। পরিচিতদের কাছে পৌঁছে যেতে পারলেই ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে। হাতের রান্না ভালো হলে অবশ্যই ব্যবসাও (Business) বাড়তে থাকবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর