৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার মাত্র ২০০! এই বাজারে বিশাল সস্তায় পাবেন শীতের পোশাক

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর এসে গেছে। ডিসেম্বর মানেই দরজায়  শীত। গোটা বছর শীত প্রেমীরা অপেক্ষায় থাকেন এই সময়টুকুর। ভারতের অধিকাংশ জায়গায় শীত খুবই ক্ষণস্থায়ী। কিন্তু তাও এই ক্ষণিকের মুহূর্তটাকে সঙ্গী করে অনেকেই করে থাকেন বিভিন্ন প্ল্যান। আর ইনডোর হোক বা আউটডোর, শীতের মৌসুমে গা গরম করার জন্য প্রয়োজন হয় একাধিক শীত পোশাকের।

কিন্তু আপনিও কি এই শীতে নতুন সোয়েটার বা জ্যাকেট কেনার পরিকল্পনা করছেন? বর্তমানে অনলাইন যুগে আমরা বিভিন্ন পণ্য অত্যন্ত সস্তায় কিনতে পারি। কিন্তু অনেকেই আবার বিশ্বাসী দোকানে গিয়ে নেড়েচেড়ে জিনিস কেনায়। তবে দোকান থেকে জিনিস কিনলে মূল্য একটু বেড়ে যায় বৈকি। কিন্তু আমাদের ভারতে এমন এক জায়গা রয়েছে যেখানে অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে শীতের পোশাক।

 আরোও পড়ুন : এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অন্যায় করছে BCCI, যোগ্যতার প্রমাণ দিয়েও বার বার বাদ পড়ছেন দল থেকে

শীতের সময় পোয়াবারো বলা যেতে পারে লখনউবাসীদের। এখানকার কাশ্মীরি উলেন মার্কেট স্থানীয়দের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কাশ্মীরি উলেন মার্কেট বসেছে চারবাগের চিলড্রেন মিউজিয়ামে। এই মার্কেটে জ্যাকেট পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ টাকায়। এখানে সোয়েটারের দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। মাত্র ৫০ টাকায় মিলছে টুপি, গ্লাভস।

আরোও পড়ুন : বন্ধ হল কাজ! আচমকাই ভারতে থমকে গেল iPhone উৎপাদন, কারণ জানলে হুঁশ উড়বে সবার

শীতকালে ভারতীয়দের কাছে শাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফ্যাশনেবল পোশাক। অনেকেই শীতে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় ব্যবহার করে থাকেন শাল। সুন্দর সুন্দর নকশা করা শাল অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে এই কাশ্মীরি উলেন মার্কেটে। পশমিনা শালেরও বিপুল সম্ভার রয়েছে এই মার্কেটে। যদিও এর দাম অন্যান্য পণ্যের থেকে খানিকটা হলেও বেশি।

img 20231205 175826

ধরমবীর গুপ্তা নামের এক বিক্রেতা বলছেন, এই কাশ্মীরি উলেন মার্কেটের লক্ষ্য সাধারণ ক্রেতাদের কাছে ভালো পণ্য পৌঁছে দেওয়া। এই কারণে একদিকে যেমন তাদের কাছে দামি ব্রান্ডেড পোশাক পাওয়া যায়, তেমনই পাওয়া যায় কপি পিস। এক জায়গায় অত্যন্ত সুলভে নারী পুরুষ বয়স্কদের শীতের পোশাকের এখন অদ্বিতীয় ঠিকানা লখনউয়ের কাশ্মীরি উলেন মার্কেট।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর