মায়ের কষ্ট দূর করতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার মেয়ে দেবস্মিতা, আর্থিক সাহায‍্যের প্রতিশ্রুতি বরুনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উঠতি তারকাদের প্রতিভা প্রকাশ এবং পায়ের তলার জমি শক্ত করার অন‍্যতম গুরুত্বপূর্ণ মাধ‍্যম হল রিয়েলিটি শো (Reality Show)। নাচ, গানের রিয়েলিটি শো থেকে খ‍্যাতি পেয়ে পরবর্তীকালে সঙ্গীত বা অভিনয় জগতে নামী তারকা হয়ে উঠেছেন এমন শিল্পীর সংখ‍্যা কম নয়। এ বছর ইন্ডিয়ান আইডল (Indian Idol) সিজন ১৩ তেও এমনি একঝাঁক প্রতিভাবান প্রতিরোগীরা এসেছেন নিজেদের ভাগ‍্য পরীক্ষা করতে।

প্রতিবারের মতো এই সিজনেও বাংলা থেকে বেশ কয়েকজন প্রতিযোগী জাতীয় মঞ্চে প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন। এই প্রতিযোগীদের মধ‍্যে অন‍্যতম দেবস্মিতা রায় (Debasmita Roy)। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁর সুরেলা কণ্ঠ ইতিমধ‍্যেই বিচারক এবং দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এবার তাঁর গান এবং জীবনের কাহিনি মন জিতল অভিনেতা বরুন ধাওয়ানেরও (Varun Dhawan)।


‘ভেড়িয়া’ ছবির প্রচারে সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছিলেন বরুন এবং কৃতি সানন। এদিন ‘থ‍্যাঙ্ক ইউ মা’ থিমের উপরে স্পেশ‍্যাল পর্ব ছিল। সেখানেই দেবস্মিতার কণ্ঠে ‘তু কিতনি আচ্ছি হ‍্যায়’ গানটি শুনে সবার চোখ জলে ভরে যায়। বিচারক থেকে প্রতিযোগীরা কেউই চোখের জল আটকাতে পারেননি এদিন।

বরুন জানান, তিনিও দেবস্মিতার গানের ভক্ত। শুধু তাই না, নিজের মায়ের কষ্ট লাঘব করতে একটি ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা ছিল তাঁর, সেটাও তিনি জানেন বলে মন্তব‍্য করেন বরুন। তিনি ভেবেছিলেন, দেবস্মিতাকে নিজেই সেটা উপহার হিসাবে দেবেন। কিন্তু দেবস্মিতা নিজেই সেটা ইএমআইতে কিনে ফেলেছেন। তাই ইএমআই নিয়ে দেবস্মিতার ভাবার কিছু নেই বলে আশ্বাস দেন বরুন। সেটা তিনি দেখে নেবেন, আর সঙ্গে ড্রায়ার লাগলে সেটাও তিনি দেবেন।

https://www.instagram.com/tv/Ck3edjIryXw/?igshid=YmMyMTA2M2Y=

বরুনের এই ব‍্যবহারে ধন‍্য ধন‍্য করছেন নেটিজেনরা। আরো একটি কারণে সবার মন জিতে নিয়েছেন তিনি। ‘ভেড়িয়া’র প্রচারে জয়পুরের এক কলেজে গিয়েছিলেন বরুন এবং কৃতি। ভিড়ের চাপে এক তরুণী অসুস্থ হয়ে পড়েন সেখানে। সঙ্গে সঙ্গে প্রচার বন্ধ করে মঞ্চ থেকে নেমে তাঁকে নিজের হাতে জল খাইয়ে সুস্থ করেন বরুন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X