বাংলাহান্ট ডেস্ক: সামান্থা রুথ প্রভুর পর এবার বরুন ধাওয়ান (Varun Dhawan)। শোবিজ দুনিয়ার আরো এক অভিনেতা হলেন বিরল রোগের শিকার। নিজের আসন্ন ছবির প্রচারে এসে খারাপ খবরটা নিজের মুখেই জানিয়েছেন বরুন। অসুস্থতার মধ্যেও টানা শুটিং করে গিয়েছেন তিনি।
এই মুহূর্তে আসন্ন ছবি ‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত বরুন। সম্প্রতি মুম্বইতে একটি অনুষ্ঠানে এসে নিজের ব্যক্তিগত জীবন এবং করোনা পরবর্তী সময়ে নানান পরিবর্তনের ব্যাপারে মুখ খোলেন তিনি। সেখানেই বরুন প্রথম জানান, ‘ভেস্টিবিউলার ফাইপোফাংশন’ (Vestibular Hypofunction) নামে এক বিরল রোগে আক্রান্ত তিনি, যেখানে শরীরের ভারসাম্য বিঘ্নিত হয়।
করোনা মহামারি দু বছরের জন্য যেন জনজীবন স্তব্ধ করে দিয়েছিল। করোনার পর সকলেরই জীবনে বড়সড় পরিবর্তন আসে। ব্যতিক্রম ছিলেন না বরুনও। অনুষ্ঠানে তিনি জানান, করোনার পর নিজেকে কাজের মধ্যে সঁপে দিয়েছিলেন তিনি। নিজেকে সবসময় চাপ দিতেন আরো ভাল করার জন্য।
এরপরেই বরুন বলেন, তিনি ভেস্টিবিউলার হাইপোফাংশন নামে একটি বিরল রোগে আক্রান্ত যেটায় মানুষের শরীরের ভারসাম্য হারিয়ে যায়। তবুও বরুন থামেননি। তাঁর কথায়, “আমরা সকলেই একটা প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। কেউ জিজ্ঞাসা করছে না কেন। আমার মনে হয় আমাদের সবার এখানে থাকার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। আমি নিজেরটা খোঁজার চেষ্টা করছি, আর আশা করি সবাই তাদেরটা খুঁজে পাবে।”
এই ভেস্টিবিউলার হাইপোফাংশন রোগটি আসলে কী? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, ভেস্টিবিউলার সিস্টেম মানুষের কানের অভ্যন্তর ভাগে থাকে এবং চোখ ও পেশির মাধ্যমে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই রোগে ভেস্টিবিউলার সিস্টেম ঠিক মতো কাজ না করলে মানুষের ভারসাম্য বিঘ্নিত হয়। বরুনের মন্তব্যে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, প্রার্থনা করছেন ভক্তরা।