বরুন-নাতাশার জীবনে নতুন সদস‍্য, বিয়ের পাঁচ মাস পরেই ‘বাবা’ হলেন অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র পাঁচ মাস হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বরুন ধাওয়ান (varun dhawan)। স্কুলজীবনের সহপাঠী তথা প্রেমিকা নাতাশা দালালকেই নিজের জীবনসঙ্গী বানিয়েছেন বরুন। ছোটবেলার প্রেমিকার সঙ্গেই সুখে সংসার করছেন অভিনেতা। সম্প্রতি দুজনের সংসারে আনন্দটা আরো বেড়েছে। কারণ বরুন নাতাশার সংসারে এসেছে এক নতুন সদস‍্য। বাবা হয়েছেন বরুন।

বিয়ের মাত্র পাঁচ মাস পরেই পিতৃত্বের সুখ পেয়েছেন অভিনেতা। বরুন নাতাশার জীবনে একরাশ আনন্দ নিয়ে এসেছে তাঁদের সন্তান। পুত্রসন্তানের বাবা হয়েছেন বরুন। একরত্তি ছেলেকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন বরুন। খুদের মিষ্টি কাণ্ডকারখানা দেখে আদরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সদস‍্যরা।


তবে ছেলের এখনো নাম ঠিক করতে পারেননি বরুন। তাই অনুরাগীদের কাছেই পরামর্শ চেয়েছেন অভিনেতা। আসলে বরুনের এই ছেলে হল এক ছোট্ট সারমেয়। খুদে পোষ‍্য বরুনের ছেলের মতোই। বরুনের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে আদরে আদরে তাঁকে ভরিয়ে দিচ্ছে তাঁর পোষ‍্য। ক‍্যাপশনে বরুন লিখেছেন, ‘পিতৃত্ব, এখনো আমার ছেলের নাম ঠিক করতে পারিনি। প্লিজ সাহায‍্য করুন’।

https://www.instagram.com/p/CQIUZ18hkZW/?utm_medium=copy_link

প্রসঙ্গত, সম্পূর্ণ পাঞ্জাবি রীতিতে হয় বরুন নাতাশার বিয়ে। সাদা শেরওয়ানিতে সেজেছিলেন বরুন। অপরদিকে নাতাশার পরনে ছিল সাদা ও রূপোলি লেহেঙ্গা চোলি। দুই পরিবারের সদস‍্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে হয় বিয়ে।

বিয়ে নিয়ে প্রথমে ঢাক ঢাক গুড়গুড় করলেও পরে নিজেই সোশ‍্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন বরুন। নাতাশার সঙ্গে সাত পাকে ঘোরার ছবিও পোস্ট করেন তিনি। তারপর থেকেই একে একে গায়ে হলুদ অনুষ্ঠান বা হলদি সেরেমনি ও মেহেন্দি অনুষ্ঠানের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন বরুন।

সম্পর্কিত খবর

X