রাস্তার নিরিখে বেঁধে দেওয়া হবে গাড়ির সর্বোচ্চ গতিসীমা! বড়সড় ঘোষণা মুখ্যমুন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: রাস্তার প্রেক্ষিতে এবার কি বেঁধে দেওয়া হবে গাড়ির গতিসীমা ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তেমনই আভাস দিলেন। অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স এবং মোবাইল ডেন্টাল ভ্যানের উদ্বোধন করে মঙ্গলবার মমতা বলেন , দুর্ঘটনা কমাতে রাস্তায় বেঁধে দেওয়া উচিত গাড়ির সর্বোচ্চ গতিসীমা।

পরিবহন দপ্তরকে মমতা বলেন কোন রাস্তায় গাড়ির কত গতি থাকা উচিত সেই বিষয়টি খতিয়ে দেখতে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পুলিশকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি শুরুর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বলেন ,  ‘আমি পুলিশকে বলব যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ফের সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি শুরু করা হোক। কমপক্ষে তিন-চারদিন যেন করা হয়। কারণ শীতকালে ধোঁয়াশা বেশি হয়। কুয়াশা বেশি হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।’

আরোও পড়ুন : কোনারক ভ্রমণ এবার আরোও সহজ! চালু হচ্ছে নতুন লাইন, এক ট্রেনেই হয়ে যাবে সূর্য মন্দির দর্শন

পাশাপাশি তার আরোও সংযোজন, ‘জোরে গাড়ি চালানোর সময় কোনও বাম্পারে লেগে গেল, (তখন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়)। অনেকেই অনেক সময় স্থানীয় রাস্তাটা জানেন না। চেনেন না। তাঁরা হয়ত বাইরে থেকে এসেছেন। তাই আমি মনে করি যে গাড়ি চালানোর ক্ষেত্রে সবসময় একটা গতির সীমা বেঁধে দেওয়া উচিত। রাস্তা অনুযায়ী স্পিড রেস্ট্রিকশন থাকা উচিত। এটা পরিবহণ দফতরের দেখা উচিত।’

আরোও পড়ুন : বিয়ে করার ইচ্ছে, মিলছে না পাত্রী! এবার বউ খুঁজতে রিক্সায় হোর্ডিং লাগিয়ে চমকে দিলেন যুবক

একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন , পশ্চিমবঙ্গ সরকারের  ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি অনেকে নকল করছে । তবে মমতা জানাননি কারা এই কর্মসূচি নকল করছে । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘সেফ ড্রাইভ সেভ লাইফ একটা থিম আছে আমাদের। এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছে। তাতে আমরা খুশি। ভালো জিনিস হলে নকল করা ভালো। খারাপ জিনিস কখনও নকল করা ভালো নয়। ভালো জিনিস সবসময় নকল করা ভালো।’

pro (2)

২৫টি অত্যাধুনিক জীবনদায়ী অ্যাম্বুল‌্যান্স এবং দুটি মোবাইল ডেন্টাল ভ্যান উদ্বোধন করে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে আজ মমতা বলেন , ‘সকলের হাতে সবুজ পতাকা দিয়ে দাও। কারণ সবুজ পতাকা তোলার অভিজ্ঞতা আমার অনেক আছে। রেলের যত প্রকল্প বাংলায় হয়েছে, সবই আমার সময় করা। যত মেট্রো হয়েছে, সবই আমার সময় করা। সময়টা একটু বেশি লাগল, এই যা।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর