পাকিস্তানের মাটিতে জঙ্গি হানা! নিহত সেনা ও পুলিশ, পাকিস্তান সরকারকেই দায়ী করলেন ভেঙ্কটেশ প্রসাদ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের সন্ত্রাসবাদি হামলার ঘটনা ঘটলো পাকিস্তানে (Pakistan)। জনপ্রিয় সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ১৭ ই ফেব্রুয়ারি করাচিতে (Karachi) পুলিশের সদর দপ্তরে রীতিমতো গুলির লড়াই হয় জঙ্গি এবং পুলিশ বাহিনীর মধ্যে। এই মারাত্মক ঘটনায় সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রায় চার ঘন্টা লড়াই করে তবে পরিস্থিতি সামলাতে পেরেছিল সেনাবাহিনী।

করাচি পুলিশে দাবি করেছিল যে এই ঘটনায় মোট তিনজন জঙ্গি মারা পড়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা হলো যে তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে সেনা ও পুলিশ মিলে মোট চারজন মারা গিয়েছেন। এছাড়া মারাত্মকভাবে জখম হয়েছেন ১৪ জন পুলিশ কর্মী। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠী। এবার এই ব্যাপার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।

পাকিস্তান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জঙ্গিদের আভ্যন্তরীণভাবে মদন দেওয়ার অভিযোগ উঠে এসেছে। যদিও শাহবাজ শরীফের সরকার সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন। এবার একই অভিযোগে পাকিস্তান সরকারকে অভিযুক্ত করলেন ভেঙ্কটেশ। তার দাবি পাকিস্তানের মাটিতে হওয়া এই ঘটনা গুলোর জন্য পাকিস্তানের সরকারই দায়ী।

তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে জঙ্গিদের সঙ্গ দিতে থাকলে এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। অসহায় ভাবে যে মানুষগুলো নিজেদের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন তাদের জন্যই খারাপ লাগছে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো সেই দেশের সরকারি এই মৃত্যুগুলোর জন্য দায়ী।”

কিছুদিন আগে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ যখন মন্তব্য করেছিলেন যে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা না রাখলে ভারতীয় দল নরকে যাক। তখন ভেঙ্কটেশ প্রসাদ পাল্টা দিয়ে বলেছিলেন যে পাকিস্তানই হলো নরক সেই জন্য ভারতীয় দল ওখানে পা রাখবে না। সাম্প্রতিক এই ঘটনা আরেকবার প্রসাদের দাবিকে সঠিক প্রমাণ করলো।


Reetabrata Deb

সম্পর্কিত খবর