বাংলা হান্ট ডেস্ক: এবার খোঁজ মিলল অত্যন্ত বিরল প্রজাতির সোনালি বাঘ বা গোল্ডেন টাইগারের। জানা গিয়েছে যে, অসমের কাজিরাঙা জাতীয় পার্কে দেখা মিলেছে এই বিরল বাঘের। এমনকি, এই সংক্রান্ত একটি ছবিও সামনে এসেছে। মূলত, বেঙ্গালুরুর বিশ্বজিৎ ছেত্রী নামের এক পর্যটক বাঘের এই ছবিটি ক্যামেরা বন্দি করেছেন বলে জানতে পারা গিয়েছে।
কি দেখা গিয়েছে ছবিটিতে?
বিশ্বজিতের ছবিটিতে দেখা গিয়েছে যে, একটি বাঘ ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে তৃণভূমির দিকে। পাশাপাশি, সেখানে একাধিক গন্ডারকেও তৃণভূমিতে ঘাস খেতে দেখা যায়। এই প্রসঙ্গে বিশ্বজিৎ জানিয়েছেন যে, ‘‘সাধারণত এই ভাবে গণ্ডারের সঙ্গে রয়াল বেঙ্গল টাইগারকে একসাথে দেখতে পাওয়া যায় না। তবে, বাঘ যখন কিছু শিকারের জন্য লক্ষ্যস্থির করে তখন তারা এই ভাবে গণ্ডারের চারণ ক্ষেত্রে ঢুকে পড়ে।’’
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক কালের মধ্যে অসমে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৮ সালে সে রাজ্যে বাঘের সংখ্যা মাত্র ১৫৯ টি থাকলেও ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২০০ টি-তে। এছাড়াও, বর্তমান সময়ে কাজিরাঙায় ১২১ টি এবং ওরাংয়ে ২৮ টির পাশাপাশি মানসে ২৮ টি ও মামেরি টাইগার রিজার্ভে তিনটি বাঘ রয়েছে।
কি বলছেন বিশেষজ্ঞরা?
অত্যন্ত বিরল এই সোনালি বাঘ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, মূলত, সোনালি বাঘ হল রয়াল বেঙ্গল টাইগারের এক বিশেষ রূপ। প্রকৃতপক্ষে, জিন মিউটেশনের কারণে এদের গায়ের লোম কমলা না হয়ে সোনালি হয়ে থাকে। আর বর্তমানে ঠিক সেইরকমই এক বাঘের ছবি সামনে এল।