বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছেনা বিনোদন জগতের ক্ষেত্রে। একটার পর একটা নক্ষত্রপতনের খবরে জর্জরিত ভক্তরাও। দিন কয়েক আগেই টলিউডের (Tollywood) বর্ষীয়ান অভিনেতা দীপঙ্করের বড় মেয়ের মৃত্যুর খবরে কাহিল হয়ে পড়েছিলো আম জনতা। সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক মৃত্যুর খবর প্রকাশ্যে।
শোনা যাচ্ছে সদ্যই প্রয়াত হলেন জনপ্রিয় তামিল অভিনেতা (Tamil Actor) আর এস শিবাজী (RS Shivaji Death)৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর৷ সূত্রের খবর, আজ সকালেই চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা শিবাজী। দীর্ঘ কেরিয়ারে কাজ করেছেন একাধিক জনপ্রিয় ছবিতে। এহেন তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত।
আর এস শিবাজীর জনপ্রিয়তা শিখরে পৌঁছায় আশি থেকে নব্বইয়ের দশকে। মূলত কমল হাসানের ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করার জন্যই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অপূর্ব সগোধরারগাল, মাইকেল মাদানা কামা রাজন, আনবে শিভাম এবং উন্নাইপোল ওরুভানের মতো চলচ্চিত্রের জন্য বিশেষ পরিচিত ছিলেন অভিনেতা।
আরও পড়ুন : ‘জওয়ানে’র ট্রেলার আসতেই নড়েচড়ে বসলেন সলমন, প্রকাশ্যে ‘টাইগার ৩’ রিলিজের দিনক্ষণ
এইদিন অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করে টুইট করেছে রমেশ বালা৷ এইদিন তিনি টুইটে লেখেন, ‘জনপ্রিয় তামিল কমেডি অভিনেতা আরএস শিবাজিআজ সকালে চেন্নাইতে মারা গেছেন, তাঁর আত্মার শান্তি হোক৷’ জানিয়ে রাখি, আরএস শিবাজী শুধু অভিনেতাই ছিলেন না, সহকারী পরিচালক, সাউন্ড ডিজাইনার এবং লাইন প্রযোজক হিসাবেও বিশেষ খ্যাতি ছিল তার।
আরও পড়ুন : জল্পনার অবসান! সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘দাদা’র জুতোয় পা গলাচ্ছেন এই অভিনেতা
অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সানথানা ভারতীর ভাই, যিনি কমল হাসানেরও একজন ভাল বন্ধু লোকেশ কানারাজ পরিচালিত সুপারহিট ছবি ‘বিক্রম’-এ। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাকি ম্যান’-এ যোগী বাবুর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এহেন অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা বিনোদন জগত।